চট্টগ্রামে বিভাগীয় ফার্নিচার মেলা শুরু
আলী মুর্তজা রাজু , চট্টগ্রাম প্রতিনিধি
নতুন যোগ্য নেতৃত্বে বাংলাদেশকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে চাই বলে জানান বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির চেয়ারম্যান সেলিম এইচ রহমান।
বুধবার (৪ ডিসেম্বর) বেলা ১২টায় চট্টগ্রাম নগরীর জিইসি কনভেনশন হলে ছয় দিনব্যাপী চট্টগ্রাম বিভাগীয় ফার্নিচার মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সেলিম এইচ রহমান বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে এক্সপোর্ট করছি। এটি ঠিক যে, আমাদের এক্সপোর্ট ছাড়া কোনো উপায় ছিল না। এজন্য আমাদের বুঝতে হবে, আমরা এখন কোথায় আছি। আমরা সামনে সামনে রপ্তানিও করতে চাই। এখন আমরা রপ্তানি করার পথে হাঁটছি।
এ সময় তিনি এক্সপোর্ট বিষয়ে জানতে ঢাকায় গিয়ে ফ্যাক্টরি ভিজিট করারও আহ্বান জানান।
বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির মহাসচিব মো. ইলিয়াস সরকার বলেন, ‘এখানে দেখছি, সাবেক ও বর্তমান সভাপতি একসঙ্গে একসাথে বসেছেন। এ চিত্র দেখে বোঝা যায় আমাদের ভবিষ্যৎ অনেক ভালো। মেলার প্রোডাক্ট দেখে একটা কথা বলতে পারি, প্রোডাক্ট ডিজাইনে বেশ পরিবর্তনও এসেছে। একসঙ্গে থাকার সুফল এটি। আশা করবো, দেশের অন্যান্য কমিটিও চট্টগ্রামকে অনুসরণ করবেন।’
অনুষ্ঠানে ফার্নিচার ব্যবসার অন্যতম পথিকৃৎ খ্যাত চট্টগ্রাম বিভাগীয় কমিটির সদ্য সাবেক সভাপতি, কেন্দ্রীয় সমিতির সিনিয়র সহ-সভাপতি এএসএম নুরউদ্দীন বলেন, ‘চট্টগ্রামে এবার ১৪ তম ফার্নিচার মেলার আয়োজন হচ্ছে। এর আগের ২০০৬ সাল থেকে ১৩টি মেলায় আমি সভাপতিত্ব করেছি। আমি গর্বিত। কারণ আমি মানুষ তৈরি করতে পেরেছি।’
তিনি বলেন, ‘এবারের আয়োজন গতবারের চেয়েও সুন্দর হয়েছে। চট্টগ্রামে যোগ্য ও নতুন নেতৃত্ব গড়ে উঠেছে। কেন্দ্রীয় কমিটি এ বিষয়টি বিবেচনা করে চট্টগ্রামের নতুন নেতৃত্বকে কেন্দ্রীয় কমিটিতে আন্তরিক সুযোগ দিবেন।’
অনুষ্ঠানে ফার্নিচার ব্যবসা আরও গতিশীল করতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের ও ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেছেন চট্টগ্রামের ব্যবসায়ীরা। এ সময় কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দও তাদের সহযোগিতার অব্যাহত রাখার ঘোষণাও দেন।
চট্টগ্রাম বিভাগীয় ফার্নিচার শিল্প মালিক সমিতির নবনির্বাচিত সভাপতি আলহাজ্ব মাকসুদুর রহমানের সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক মো. মহিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির মহাসচিব মো. ইলিয়াস সরকার, সাংগঠনিক সম্পাদক এ করিম মজুমদার, অর্থ সম্পাদক মোল্লা ছদর উদ্দিন পিটু, এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সদস্য আতিফ দেওয়ান, চিটাগাং ইভেন্টসের চেয়ারম্যান হাজী মো. সাহাবুদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সদ্য সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় সমিতির সিনিয়র সহ-সভাপতি এএসএম নুরউদ্দীন এবং সাধারণ সম্পাদক সাইফুদ্দিন চৌধুরী দুলাল।
বক্তব্য রাখেন ফার্নিচার শিল্প মালিক সমিতির সদস্য আল মো. ইকবাল, মো. জসীম, মো. ইয়াসিন, মো. সুমন, এএসএম নাসির প্রমুখ।