মিট দ্যা প্রেসে “দ্যা হান্ড্রেড বল ক্রিকেট টুর্নামেন্ট” উপস্থাপন
“রয়্যাল ডিস্ট্রিক্ট নোয়াখালীকে নতুনভাবে চিনবে এবার বিশ্ব” এ শ্লোগানে নোয়াখালীতে মিট দ্যা প্রেস করেছে “দ্যা হান্ড্রেড বল ক্রিকেট টুর্নামেন্ট” কতৃপক্ষ। বুধবার (৪ ডিসেম্বর) সকাল ১১ টায় নোয়াখালী প্রেসক্লাবের শহিদ উদ্দিন এস্কেন্দার কচি মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে খেলার সার্বিক প্রস্তুতির বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়।
খেলা পরিচালনা কমিটি’র মিডিয়া উপদেষ্টা এবং নোয়াখালী টিভি’র পরিচালক হামিদ রনি’র সঞ্চালনায় অনুষ্ঠানে খেলার সার্বিক বিষয়ে বিস্তারিত তুলে ধরেন, খেলা পরিচালনা কমিটির অন্যতম সমন্বয়ক সাইফুল ইসলাম বাপ্পি ও দেলোয়ার হোসেন মাকসুদ। এসময় টিমের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মাষ্টার ওয়াজী উল্যাহ ফাউন্ডেশন আয়োজিত নোয়াখালীতে এই ব্যতিক্রমধর্মী খেলাটি আগামী ৬ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টায় শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে। নোয়াখালীর কবিরহাট উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান “চাপরাশিরহাট উচ্চ বিদ্যালয়” মাঠে এ খেলা অনুষ্ঠিত হবে। এতে জেলার প্রশাসনিক ও ক্রীড়া ব্যক্তিত্ব গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।
মিট দ্যা প্রেস অনুষ্ঠানে এনটিভির জেলা প্রতিনিধি মাসুদ পারভেজ, জাগো নিউজের জেলা প্রতিনিধি ইকবাল হোসেন মজনু, নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি মোহাম্মদ সোহেল, এটিএন নিউজের জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম জাহান, প্রতিদিনের সংবাদের জেলা প্রতিনিধি জুয়েল রানা লিটন, সময়ের কন্ঠস্বরের জেলা প্রতিনিধি শাহাদাত বাবু, গ্লোবাল টেলিভিশনের স্টাফ রিপোর্টার সাইফুর রহমান রাসেল, ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি হাসিব আল আমীন, দৈনিক সকালের সময়ের জেলা প্রতিনিধি মো. সেলিম, পল্লী টিভির জেলা প্রতিনিধি পপুলার রুবেলসহ জেলার অন্যান্য গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ খেলায় সারাদেশ থেকে মোট ২৬টি শক্তিশালী দল অংশগ্রহণ করবে। যেখানে দেশসেরা বাঁচাই করা ক্রিকেট খেলোয়াড়রা ব্যাট হাঁকিয়ে তাদের দারুণ নৈপুণ্য দেখাবেন। পাশাপাশি খেলাটি প্রফেশনাল তথ্য প্রযুক্তির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। খেলার পাশাপাশি নোয়াখালী জেলাকে বিশ্বব্যাপী তুলে ধরা অন্যতম উদ্দেশ্য। অনুষ্ঠানে সাংবাদিকরা তাদের বক্তব্যে আয়োজক কমিটিসহ মাষ্টার ওয়াজী উল্যাহ ফাউন্ডেশনের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এতো সুন্দর একটি উদ্যোগ গ্রহন করার জন্য। এসময় যুব সমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে বিরত রেখে এমন ভালো ভালো উদ্যোগ গ্রহণ করার আহবান জানান বক্তারা৷