চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে অ্যাটর্নি জেনারেলের সৌজন্য মতবিনিময় সভা
আজ ৪ ডিসেম্বর , বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম প্রেসক্লাবের হলরুমে সাংবাদিকদের সাথে সৌজন্য মতবিনিময় করছেন এ্যাটর্নি জেনারেল এডভোকেট মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে ঢাকা থেকে আসা সিনিয়র আইনজীবী নেতৃবৃন্দ।
এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তর্বর্তীকালীন
কমিটির আহবায়ক চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম,চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহ নেওয়াজ, চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তবর্তী কালীন কমিটির সদস্য ও দৈনিক কালের কন্ঠের চট্টগ্রাম ব্যুরো চীফ মোস্তফা নঈম, গ্লোবাল টিভির চট্টগ্রাম ব্যুরো চীফ এডভোকেট গোলাম মাওলা মুরাদ,মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদকসালেহ নোমান, সাংগঠনিক সম্পাদক ও একাত্তর টিভি চট্টগ্রাম ব্যুরো চীফ সাইফুল ইসলাম শিল্পী,সহ সাংবাদিক নেতৃবৃন্দ।
এ্যাটর্নি জেনারেলসহ সিনিয়র আইনজীবী নেতৃবৃন্দ এডভোকেট সাইফুল ইসলাম আলিফের লোহাগাড়াস্থ গ্ৰামের বাড়ী পরিদর্শন শেষে আলিফ হত্যাকাণ্ডসহ
সার্বিক পরিস্থিতি নিয়ে গণমাধ্যমকর্মীদের ব্রিফিং করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন,চট্টগ্রাম প্রেসক্লাবের অন্তর্বর্তী কমিটির সদস্য সচিব ও দৈনিক আমার দেশ পত্রিকার চট্টগ্রাম আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি।