জাতীয়

প্রতিবন্ধী জনগণের অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে নোয়াখালীতে ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন


আজ সকালে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ৩০তম আন্তর্জাতিক ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ-এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল, “অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ”।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী পুলিশ সুপার মহোদয়ের প্রতিনিধি মোহাম্মদ ইব্রাহীম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), নোয়াখালী।

অনুষ্ঠানের আলোচনা পর্বে প্রতিবন্ধী জনগণের অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও নেতৃত্ব বিকাশের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনা এবং প্রতিবন্ধীদের মধ্যে সহায়ক উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি স্থানীয় প্রশাসন, পুলিশ বিভাগ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সমন্বয়ে সফলভাবে সম্পন্ন হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button