চাটখিলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও ছাত্রদলের মধ্যে সমন্বয় সভা।
মোঃ রাশেদ হাসান, চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি।
আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসন ঠেকাতে এবং শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে চলমান অস্থিরতা নিরসনের লক্ষ্যে এক সপ্তাহব্যাপী ফ্যাসিবাদবিরোধী সব ছাত্রসংগঠনের সমন্বয়ে ‘জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ’ পালনের ঘোষণা দেওয়া হয়েছিলো গত ২৫ নভেম্বর। জাতীয় সংহতি সপ্তাহ চলমান থাকা অবস্থায় ২০২৪ সালের জুলাই আগষ্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা” র আয়োজন করা হয় প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে। এরই অংশ হিসেবে চাটখিল চাটখিল পাঁচগাঁও মাহবুব সরকারি কলেজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা প্রোগ্রাম করতে গেলে সেখানে কলেজে ছাত্রদলের প্রতিদিন প্রতিনিধির সাথে ভুল বোঝাবুজির সৃষ্টি হয়। যার ফলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও চাটখিল পাঁচগাঁও মাহবুব সরকারি কলেজ ছাত্রদলের মাঝে একটু দূরত্ব সৃষ্টি হয়। এরই প্রেক্ষিতে চাটখিলের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি জনাব মোঃ সাইফুল ইসলাম ও গোলাপ হোসেন ফরহাদ কে বিতর্কিত করতে উঠে পড়ে লাগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও তাদের সহযোগীরা। এই ঘটনার প্রেক্ষিতে ছাত্র প্রতিনিধি ও ছাত্রদলের উদ্যোগে গতকাল পাঁচগাঁও কাচারি বাজারে চাটখিল উপজেলার ছাত্র দলের প্রতিনিধিদের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের মতবিনিময় ও সমন্বয় সভা হয়। জাতীয় ঐক্যের ডাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও অন্যান্য ছাত্র সংগঠন সমূহের মধ্যে জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ উপলক্ষে নিজেদের বিবাদ মিটিয়ে আগামীতে কাধে কাধ রেখে ফ্যাসিবাদ বিরোধী ভূমিকায় সবাই ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন। উক্ত সমন্বয় সভায় ছাত্র প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম রনি, শাফায়াত হোসেন লিউ, মেহেদী হাসান, গোলাপ হোসেন ফরহাদ প্রমুখ। এবং ছাত্রদলের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন শাহাদাত হোসেন মুরাদ, মোহাম্মদ মামুন, ফখরুল ইসলাম প্রান্ত,মেহেদী বিজয়,সাওন,রাকিব প্রমুখ।