চট্টগ্রাম

নোয়াখালীতে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা

নোয়াখালীতে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও নিহত শহীদদের স্মরণে তাঁদের স্বজনদের উপস্থিতিতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮শে নভেম্বর) বেলা ১১ টায় নোয়াখালী জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জেলা শিল্পকলা একাডেমি সম্মেলন কক্ষে ‘২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে’ এই স্মরণসভা ও দোয়ার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ এর সভাপতিত্বে স্মরণসভায় উপস্থিত ছিলেন নোয়াখালী পুলিশ সুপার মোঃ আব্‌দুল্লাহ্‌-আল-ফারুক, জেলার সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ ইসমাইল, সদর উপজেলার ইউএনও আখিনূর জাহান নীলা’সহ জেলার বিভিন্ন স্তরের প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও জেলার বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে আন্দোলনে নিহত শহীদ ও আহতদের স্বজনদের আর্থিক মাঝে সহায়তা প্রদান করা হয়। পরে নিহতের আত্মার মাগফেরাত কামনায় দোয়ার আয়োজন করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button