তুষারপাত বাড়ছে সৌদিতে
সৌদি আরবের কথা বললেই চোখে ভেসে ওঠে বিশাল মরুভূমি। সেই সঙ্গে থাকবে তীব্র তাপমাত্রা। তবে এটি এখন হয়ে উঠছে উপসাগরীয় অঞ্চলের সবচেয়ে তুষারপাত প্রবণ দেশ। বেসরকারি আবহাওয়া সংস্থা আরাবিয়া ওয়েদারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।
২০১৭ সালের ফেব্রুয়ারির শুরুর দিকে সংযুক্ত আরব আমিরাতেও তুষারপাত হয়েছিল। ওই বছর অস্বাভাবিক আবহাওয়ার কারণে রাস আল খাইমাহেরের জেবেল জাইসেতে ভারী তুষারপাত দেখা যায়। এটি ছিল একটি অভূতপূর্ব ঘটনা।
পারস্য উপসাগরের আরেক দেশ ওমানের জেলেব শামস পর্বতে শীতে তুষারপাত হয়। এটি ওমানের সর্বোচ্চ শৃঙ্গ। এর উচ্চতা ৩ হাজার ২৮ মিটার।
আরও পড়ুন: তীব্র শীত কবে থেকে, জানাল আবহাওয়া অফিস
সংবাদমাধ্যমটি জানায়, উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোর তুলনায় সৌদি আরবে তুষারপাত বাড়ছে। দেশটির আল-জাউফ, উত্তর সীমান্ত এবং তাবুকের মতো জায়গায় নিয়মিত তুষারপাত হচ্ছে। মাঝেমাঝে এই তুষারপাত উত্তরাঞ্চলীয় হাইল পর্যন্ত বিস্তৃত হয়।