ঢাকা

জানালার গ্রিলে ঝুলছিল স্ত্রীর ম*রদেহ, ফ্যানের সঙ্গে স্বামীর

রাজধানীর রামপুরা চৌধুরীপাড়া শিশু পার্কের পাশে একটি বাসার তৃতীয় তলার কক্ষ থেকে জুবায়ের হোসেন বিপুল (২৭) ও মনিসা আক্তার (১৮) নামে স্বামী-স্ত্রীর ঝু*লন্ত ম*রদেহ উদ্ধার করেছে পুলিশ।

জুবায়ের পাবনা সদরের বলরামপুর গ্রামের মো. আজিম উদ্দিনের ছেলে। তার স্ত্রী মনিসা আক্তার গাজীপুরের কাপাসিয়া থানার নলগাও গ্রামের হোসেন বেপারীর মেয়ে।

শনিবার সন্ধ্যা ৬টা নাগাদ অচেতন অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃ*ত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ বাসেদ মিয়া বলেন, ‘খবর পেয়ে আজ বিকেলে রামপুরার চৌধুরীপাড়া ১৯০/বি তাহেরুল ভিলার তৃতীয় তলার একটি কক্ষের দরজা ভেঙে স্বামী জুবায়ের ফ্যানের সাথে গ*লায় রশি পেঁচানো এবং স্ত্রী মনিসা আক্তারকে জানালার গ্রিলের সাথে গলায় রশি পেঁচানো ঝু*লন্ত অবস্থায় উদ্ধার করি। পরে দ্রুত তাদের ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান স্বামী-স্ত্রী কেউ আর বেঁচে নেই।’

মোহাম্মদ বাসেদ মিয়া আরও বলেন, ‘নিহতের পরিবারের সদস্যদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি মাত্র ২ মাস আগে নিজেদের পছন্দে বিয়ে করে তারা। স্বামী মোটরসাইকেল মেকানিকের একটি গ্যারেজের মালিক ছিল। আর তার স্ত্রী গৃহিণী হিসেবেই বাসায় থাকত। আমাদের ধারণা পারিবারিক কলহের জেরে এই ঘটনাটি ঘটে থাকতে পারে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button