নোয়াখালীতে আস-সুন্নাহ ব্লাড ফাউন্ডেশন এর ৩য় বর্ষপূর্তি উদযাপন
নোয়াখালীতে অন্যতম সেচ্ছাসেবী সংগঠন আস-সুন্নাহ ব্লাড ফাউন্ডেশনের ৩য় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (২৩শে অক্টোবর) বিকেলে সদর উপজেলার বাঁধেরহাট মানিক কিন্ডারগার্টেনে এ অনুষ্ঠানটির আয়োজন করা হয়। এসময় নোয়ান্নই ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মো. আশরাফুল করিম চৌধুরী জসিমের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়ান্নই ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোজাম্মেল হোসেন।
এছাড়াও সংস্থার সভাপতি মো. নুর হাসান এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গোরাপুর ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহ- সভাপতি হোসনে এলাহী শাকি, সংস্থার উপদেষ্টা সদস্য মাহমুদুল হাসান রুবেল, উপদেষ্টা সদস্য সাজ্জাদুর রহমান মঞ্জু, বাঁধেরহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো. সাদ্দাম হোসেন, সাবেক ছাত্রনেতা নুর হোসেন সোহেল সহ আরো অনেকে।