চট্টগ্রামসারাদেশ

নোয়াখালীতে মোমবাতির প্রজ্জ্বলিত আগুন থেকে তেলবাহী গাড়ির দূর্ঘটনা: বাজার বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ সেই যুবকের মৃত্যু

নোয়াখালী সুবর্ণচর উপজেলার চরওয়াপদা থানার হাট বাজারে তেলবাহী গাড়ির আগুনে অগ্নিদগ্ধ দুজনের মধ্যে সজীব নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ বুধবার (২৩শে অক্টোবর) সকালে রাজধানীর বারডেম হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত মো. সজিব (২৬) নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের দূর্গানগর পাটোয়ারী বাড়ির মহিন হোসেনের ছেলে। তার এমন আকস্মিক মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম। মৃত্যুর পূর্বে ছোট্ট দুই ছেলে-মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এর আগেও তার বড় ভাই সড়ক দূর্ঘটনায় মৃত্যুবরণ করেন বলে জানা যায়।

জানা গেছে, গত ১৮ই অক্টোবর সন্ধ্যায় তেলবাহী একটি গাড়িটি থানার হাটবাজারের তাকওয়া এন্টারপ্রাইজে অকটেন ভর্তি করছিল। এসময় পাশের সেলুন দোকান থেকে মোমবাতির প্রজ্বলিত আগুন হঠাৎ অকটেনের ড্রামে উড়ে এসে আগুন ধরে যায়। তাৎক্ষণিক বাজারের ক্ষয়ক্ষতি থেকে বাঁচাতে তেলবাহী গাড়ির ড্রাইভার ও কর্মচারী দুজনের জলন্ত আগুনসহ তেলের পাইপের মুখ টেনে আগুন নিভানোর চেষ্টা করে। এ সময় ড্রাইভার রিপন ও হেল্পার সজিবের শরীরের প্রায় ৮০ শতাংশ জ্বলসে যায়। এসময় তাকওয়া এন্টারপ্রাইজ, চা দোকান ও মুদি দোকান পুড়ে যায়। আগুন সিএনজি স্টান্ডে দাঁড়িয়ে থাকা ২টি সিএনজি ও ১টি মোটরসাইকেল পুরোপুরি পুড়ে গেছে বলে জানিয়েছে ভুক্তভোগী ও স্থানীয়রা।

পরে আহতদের উদ্ধার করে ২৫০ শয্যার নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ঢাকায় রেফার করেন।

জানতে চাইলে এঘটনায় থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি বলে নিশ্চিত করেছেন চরজব্বর থানা পুলিশ। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন তিনি।

মাহমুদ ফয়সাল

নিজস্ব প্রতিবেদক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button