খেলাধুলা

মিরপুরে সাকিবিয়ানদের সাথে বিরোধীদের মারামারি

সাকিব আল হাসানের দেশের মাটিতে খেলে অবসর নেওয়া আর হয়তো হচ্ছে না। এটা এখন প্রায় নিশ্চিত। কারণ, শেষ টেস্ট খেলার জন্য যুক্তরাষ্ট্র থেকে রওয়ানা হয়েও দুবাই থেকে ফিরে যেতে হয়েছে সাকিবকে। অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াই সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তাকে আসতে নিষেধ করেছেন।

সাকিব যাতে দেশে আসতে না পারে এবং মিরপুরে টেস্ট খেলতে না পারে- এ নিয়ে তুমুল বিক্ষোভ হচ্ছিল মিরপুরে। বিক্ষোভ মিছিল, দেওয়াল লিখনের পরও বিসিবির কাছে সাকিবের বিষয়ে স্মারকলিপি দিয়েছেন বিক্ষোভকারীরা। সাকিব ভক্তরা গতকাল আবার স্টেডিয়ামমুখী লংমার্চেরও ঘোষণা দিয়েছিল। তবে দুপুর নাগাদ তাদের সেই লংমার্চে জমায়েত হয়েছিল বড়জোর ৩০-৪০ জন মানুষ। তারা মিরপুর স্টেডিয়ামের সামনে দাঁড়িয়ে স্লোগান দিতে থাকে ‘সাকিব সাকিব’ বলে। সাকিব আল হাসানকে ফিরিয়ে আনতে হবে- এসব স্লোগানও ছিল।

গতকাল বিকেল পৌনে ৩টার দিতে হঠাৎ স্টেডিয়ামের মিডিয়া গেটের উল্টো দিক থেকে লাঠিসোঁটা হাতে সাকিববিরোধী একদল যুবক এসে এলোপাতাড়ি পেটাতে থাকে সাকিব ভক্তদের। মুহূর্তেই মিরপুর স্টেডিয়ামের সামনের অংশ রণক্ষেত্রে পরিণত হয়। দ্রুত সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। লাঠিসোঁটা নিয়ে পেটাতে আসা যুবকরা পালিয়ে যায়। তারা কে বা কারা- তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি।

এদিক এই ঘটনার সময় দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল মিরপুরে অবস্থান করছিল। প্রথম টেস্টে মাঠে নামার আগে শেষ মুহূর্তের অনুশীলন করছিলেন দলের সদস্যরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button