ধর্ম

বায়তুল মোকাররম মসজিদের নতুন খতীব মাওলানা মুহাম্মাদ আবদুল মালেক

বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব হিসেবে নিয়োগ পেয়েছেন মাওলানা মুহাম্মাদ আবদুল মালেক। তিনি ১৯৬৯ সালের ২৯ আগস্ট কুমিল্লা জেলার লাকসাম উপজেলার সারাশপুরে জন্মগ্রহণ করেন। পাঁচ ভাইবোনের মধ্যে তিনি দ্বিতীয়।

শিক্ষা ও কর্মজীবনে তিনি ১৯৮৮ সালে তিনি পাকিস্তানের জামিয়া উলুমুল ইসলামিয়ায় দাওরায়ে হাদিস সমাপ্ত করেন।এরপর তিনি এই মাদরাসার উচ্চতর হাদিস বিভাগে তিন বছর আল্লামা আব্দুর রশীদ নোমানীর তত্ত্বাবধানে হাদিস অধ্যয়ন করেন।

১৯৯২ সালে তিনি দারুল উলুম করাচিতে মুফতি তাকি উসমানির তত্ত্বাবধানে দুই বছর উচ্চতর ফিকাহ ও ফতোয়া অধ্যয়ন করেন।১৯৯৫ সালে তিনি সৌদি আরব গমন করে শায়খ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দাহর তত্ত্বাবধানে প্রায় আড়াই বছর হাদিসশাস্ত্রসহ বিভিন্ন কাজে গবেষণা সহযোগী হিসেবে কাজ করেন।

১৯৯৬ সালে তিনি ও তার বড় ভাই মুফতি আবুল হাসান মুহাম্মদ আবদুল মিলে ঢাকায় উচ্চতর ইসলামী শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান মারকাযুদ দাওয়াহ আল ইসলামিয়া প্রতিষ্ঠা করেন। বর্তমানে তিনি এই প্রতিষ্ঠানের শিক্ষাসচিব ও উচ্চতর হাদিস গবেষণা বিভাগের প্রধানের দায়িত্ব পালন করছেন।

অনেকেই লিখেছেন, তিনি খুবই বিনয়ী মানুষ। তার শিক্ষা যোগ্যতা দেখেও মনে হচ্ছে তিনি যথেষ্ট যোগ্য । আমার মতে এরকম গুরুত্বপূর্ণ জায়গায় যোগ্যতাসম্পন্ন, গুণী ও বিনয়ী মানুষই প্রয়োজন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button