জাতীয়

রাষ্ট্রীয় কারণে সাগর-রুনি হত্যাকান্ডের বিচার হয়নি

রাষ্ট্রীয় ব্যবস্থার কারণে প্রখ্যাত সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার হয়নি বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের সাবেক সাংসদ আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান।

তিনি বলেন, অনেকেই সাগর-রুনী হত্যাকান্ডের বিচায় চায় কিন্তু কেন এর বিচার হয়নি? এটি না হওয়ার কারণ হচ্ছে সাংবাদিকরা রাষ্ট্রীয় কাঠামোর কারণে ঐক্যবদ্ধ হতে পারেনি। এছাড়াও পত্রিকা মালিকদের চিন্তা চেতনা ও দৃষ্টিভঙ্গি এবং পারিপার্শ্বিক অবস্থাগত কারণে সাংবাদিকদের সীমাবদ্ধ থাকতে হয়েছে। ফলে ২০১২ সালের ১১ই ফেব্রুয়ারী দেশের সবচাইতে বেশি আলোচিত এই সাংবাদিক দম্পতি হত্যাকান্ডের বিচার হয় নি।

বুধবার (১৬ই অক্টোবর) বেলা ১১ টায় দৈনিক কালবেলার ২ বছর পূর্তি উপলক্ষ্যে নোয়াখালী প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশের পত্রিকাগুলো কাদের অর্থায়নে পরিচালিত হয়? পত্রিকা গুলোর দায়িত্বে কারা আছে? আমাদের রাষ্ট্রের সামগ্রিক অবস্থা কি? আমাদের জনমানুষের কতটুকু অধিকার আছে? এবিষয়গুলো নিয়ে আমাদের চিন্তা করতে হবে।

এসময় দৈনিক কালবেলার নোয়াখালী ব্যুরো অহিদ উদ্দিন মাহমুদ মুকুলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু নাসের মঞ্জু, জেলা বিএনপির দফতর সম্পাদক ওমর ফারুক টপি, প্রেসক্লাবের সহ-সভাপতি শাহ এমরান সুজন, এসএ টিভি প্রতিনিধি আবদুর রহিম বাবুল, দ্য ডেইলি ক্যাম্পাস প্রতিনিধি ও দৈনিক চিত্র প্রতিনিধি মাহমুদ ফয়সাল, দেশ টিভি প্রতিনিধি মাওলা সুজন, কালবেলা নোয়াখালী প্রতিনিধি মোজাম্মেল হোসেন, ঢাকা পোস্ট প্রতিনিধি হাসিব আল আমিন সহ কালবেলার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button