ধ্রুবকন্ঠ

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় মৃত্যু নারী-শ্রমিকের



মেহেরপুরে ট্রাকের ধাক্কায় মৃত্যু নারী-শ্রমিকের
ছবি সংগৃহীত

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় শাহিদা খাতুন (৬০) নামক এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রবিবার (২৬ অক্টোবর) দুপুরে সদর উপজেলার ফতেপুর-শোলমারি সড়কের তেরোঘরিয়া গ্রামে দুর্ঘটনাটি ঘটে।

নিহত শাহিদা খাতুন উপজেলার উজলপুর গ্রামের মৃত আব্দুল গনির স্ত্রী।

স্থানীয় সূত্র জানায়, শাহিদা খাতুন গ্রামে একটি মরিচ ক্ষেতে কাজ করছিলেন।

দুপুরে পানি পানের জন্য তিনি সড়কের পাশে থাকা টিউবওয়েলের দিকে যাচ্ছিলেন। সময় রাস্তা পার হওয়ার মুহূর্তে একটি দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক শাহিদাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন বলেন, থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে এ ঘটনায়।

ঘাতক ট্রাকটি পুলিশ জব্দ করেছে। পারিবারিক সম্মতিতে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ

সোমবার, ২৭ অক্টোবর ২০২৫


মেহেরপুরে ট্রাকের ধাক্কায় মৃত্যু নারী-শ্রমিকের

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৫

featured Image

মেহেরপুরে ট্রাকের ধাক্কায় শাহিদা খাতুন (৬০) নামক এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রবিবার (২৬ অক্টোবর) দুপুরে সদর উপজেলার ফতেপুর-শোলমারি সড়কের তেরোঘরিয়া গ্রামে দুর্ঘটনাটি ঘটে।

নিহত শাহিদা খাতুন উপজেলার উজলপুর গ্রামের মৃত আব্দুল গনির স্ত্রী।

স্থানীয় সূত্র জানায়, শাহিদা খাতুন গ্রামে একটি মরিচ ক্ষেতে কাজ করছিলেন।

দুপুরে পানি পানের জন্য তিনি সড়কের পাশে থাকা টিউবওয়েলের দিকে যাচ্ছিলেন। সময় রাস্তা পার হওয়ার মুহূর্তে একটি দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক শাহিদাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন বলেন, থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে এ ঘটনায়।

ঘাতক ট্রাকটি পুলিশ জব্দ করেছে। পারিবারিক সম্মতিতে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।


ধ্রুবকন্ঠ

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৫ ধ্রুবকন্ঠ । সর্বস্বত্ব সংরক্ষিত