ধ্রুবকন্ঠ

দেশে ফিরে ফিলিস্তিনের পক্ষে লড়াইয়ের আহ্বান শহিদুল আলমের



দেশে ফিরে ফিলিস্তিনের পক্ষে লড়াইয়ের আহ্বান শহিদুল আলমের
দেশে ফিরে ফিলিস্তিনের পক্ষে লড়াইয়ের আহ্বান শহিদুল আলমের

ইসরায়েলি কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরেছেন মানবাধিকারকর্মী ও আলোকচিত্রী শহিদুল আলম। দেশে ফিরে তিনি জনগণ ও সরকারকে ধন্যবাদ জানান এবং ফিলিস্তিনের স্বাধীনতার জন্য বৈশ্বিকভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

শনিবার ভোরে (১১ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শহিদুল আলম বলেন, “গাজা এখনো মুক্ত হয়নি, সেখানে আগ্রাসন চলছে। আমাদের কাজ এখানেই শেষ নয়। গাজার মানুষের যে কষ্ট, তার তুলনায় আমাদের ভোগান্তি কিছুই না।”

এর আগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শহিদুল আলমের মুক্তি ও নিরাপদ প্রত্যাবর্তনে সহযোগিতার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ইসরায়েলি বাহিনীর হাতে শহিদুল আলম আটক হওয়ার পরপরই প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জর্ডান, মিশর ও তুরস্কে বাংলাদেশের দূতাবাসগুলোকে সংশ্লিষ্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়।

মুক্তির পর তিনি প্রথমে তেল আবিব থেকে তুরস্কে যান। এর আগে ইসরায়েলি সেনারা বুধবার ভোরে ‘কনশানস’ নামের মানবিক সহায়তা বহনকারী জাহাজ থেকে শহিদুল আলমসহ সাংবাদিক, চিকিৎসক ও ক্রু সদস্যদের আটক করে।

আপনার মতামত লিখুন

ধ্রুবকন্ঠ

বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫


দেশে ফিরে ফিলিস্তিনের পক্ষে লড়াইয়ের আহ্বান শহিদুল আলমের

প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৫

featured Image

ইসরায়েলি কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরেছেন মানবাধিকারকর্মী ও আলোকচিত্রী শহিদুল আলম। দেশে ফিরে তিনি জনগণ ও সরকারকে ধন্যবাদ জানান এবং ফিলিস্তিনের স্বাধীনতার জন্য বৈশ্বিকভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

শনিবার ভোরে (১১ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শহিদুল আলম বলেন, “গাজা এখনো মুক্ত হয়নি, সেখানে আগ্রাসন চলছে। আমাদের কাজ এখানেই শেষ নয়। গাজার মানুষের যে কষ্ট, তার তুলনায় আমাদের ভোগান্তি কিছুই না।”

এর আগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শহিদুল আলমের মুক্তি ও নিরাপদ প্রত্যাবর্তনে সহযোগিতার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ইসরায়েলি বাহিনীর হাতে শহিদুল আলম আটক হওয়ার পরপরই প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জর্ডান, মিশর ও তুরস্কে বাংলাদেশের দূতাবাসগুলোকে সংশ্লিষ্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়।

মুক্তির পর তিনি প্রথমে তেল আবিব থেকে তুরস্কে যান। এর আগে ইসরায়েলি সেনারা বুধবার ভোরে ‘কনশানস’ নামের মানবিক সহায়তা বহনকারী জাহাজ থেকে শহিদুল আলমসহ সাংবাদিক, চিকিৎসক ও ক্রু সদস্যদের আটক করে।


ধ্রুবকন্ঠ

“তারুণ্যের সংবাদ মাধ্যম”

কপিরাইট © ২০২৫ ধ্রুবকন্ঠ । সর্বস্বত্ব সংরক্ষিত