প্রিন্ট এর তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬
উত্তরায় অগ্নিকাণ্ড: যেভাবে সপরিবারে বেঁচে ফিরলেন শিবলুা
ধ্রুবকন্ঠ ডেক্স ||
প্রকোপ
শীতে
সকলে
যখন
ঘুমাচ্ছিলেন
ঠিক
তখনি
হঠাৎ
ওপরতলা
থেকে
বৃষ্টির
মতন
গ্লাস
ভেঙে
পরার
শব্দে
ঘুম
ভাঙে
তার।
পরিস্থিতি
বুঝে
ওঠার
আগেই
পরিবার
নিয়ে
বের
হওয়ার
পথটি
বন্ধ
হয়ে
যায়।
নিরাপদে
বের
হওয়ার
কোন
উপায়
না
পেয়ে
সাহায্য
চান
ফায়ার
সার্ভিসের।
এরপর
ফায়ার
সার্ভিসের
সহযোগিতায়
সপরিবারে
নিরাপদে
ভবন
থেকে
বের
হয়ে
আসেন।আজ
শুক্রবার
(১৬
জানুয়ারি)
দুপুরে
অগ্নিকাণ্ডে
পুড়ে
যাওয়া
ভবনের
সামনে
দাঁড়িয়ে
নিজ
মুখে
ঘটনার
এ
বর্ণনা
দেন
শিবলু।
অগ্নিকাণ্ডের
ঘটনায়
প্রাণে
বেঁচে
ফেরা
শিবলু
একই
ভবনের
চতুর্থ
তলায়
স্ত্রী
ও
দুই
সন্তান
নিয়ে
বসবাস
করেন।রাজধানীর
উত্তরার
১১
নম্বর
সেক্টরের
১৮
নম্বর
রোডের
বাসায়
ভয়াবহ
আগুনের
ঘটনায়
প্রাণ
হারান
৬
জন।
নিহতরা
হলেন—
রাব্বী
(৩৮),
হারিস
(৫২)
ও
রাহাব
(১৭)
আফসানা,
রোদেলা
আক্তার
(১৪),
আড়াই
বছর
বয়সী
শিশু
রিসান।ফায়ার
সার্ভিসের
মিডিয়া
সেলের
ভারপ্রাপ্ত
কর্মকর্তা
তালহা
বিন
জসিম
জানান,
শুক্রবার
সকাল
৭টা
৫০
মিনিটে
উত্তরা
১১
সেক্টরের
১১
নম্বর
সড়ক
এলাকায়
অগ্নিকাণ্ডের
ঘটনা
ঘটে।
সকাল
৭টা
৫৪
মিনিটে
খবর
পেয়ে
উত্তর
ফায়ার
স্টেশন
থেকে
দুটিসহ
আরো
একাধিক
ইউনিট
ঘটনাস্থলে
পৌঁছায়।
প্রায়
আধাঘণ্টার
চেষ্টায়
সকাল
৮টা
২৫
মিনিটে
আগুন
নিয়ন্ত্রণে
আনা
হয়।
পরে
সকাল
১০টার
দিকে
আগুন
সম্পূর্ণভাবে
নির্বাপণ
করা
সম্ভব
হয়।
উত্তরা
পশ্চিম
থানার
ওসি
কাজী
রফিকল
আহমেদ
বলেন,
‘গ্যাস
সংযোগ
অথবা
বৈদ্যুতিক
শর্টসার্কিট
থেকে
আগুনের
সূত্রপাত।
ফায়ার
সার্ভিসের
তদন্তে
পরবর্তীতে
জানা
যাবে।‘
এনএম/ধ্রুবকন্ঠ
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত