প্রিন্ট এর তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬
ওসমান হাদির ভাইকে যুক্তরাজ্যের হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে নিয়োগা
ধ্রুবকন্ঠ ডেক্স ||
২০২৪
সালের জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির ভাই ওমর বিন হাদিকে যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে নিয়োগ দিয়েছে সরকার। আগামী তিন
বছরের
জন্য
চুক্তিভিত্তিক
এই
নিয়োগ
দেওয়া
হয়েছে।আজ বৃহস্পতিবার (১৫
জানুয়ারি)
জনপ্রশাসন
মন্ত্রণালয়ের
চুক্তি
ও
বৈদেশিক
নিয়োগ
শাখা
থেকে
জারি
করা
এক
প্রজ্ঞাপনে
এ
তথ্য
জানানো
হয়।
প্রজ্ঞাপনে
যুগ্মসচিব
আবুল
হায়াত
মো.
রফিক
স্বাক্ষর
করেন।প্রজ্ঞাপনে
উল্লেখ
করা
হয়,
ওমর
বিন
হাদিকে
অন্য
যেকোনো
পেশা,
ব্যবসা
কিংবা
সরকারি,
আধা-সরকারি
ও
বেসরকারি
প্রতিষ্ঠান
বা
সংগঠনের
সঙ্গে
কর্মসম্পর্ক
পরিত্যাগের
শর্তে
যোগদানের
তারিখ
থেকে
৩
বছর
মেয়াদে
বাংলাদেশ
সহকারী
হাইকমিশন,
বার্মিংহাম
(যুক্তরাজ্য)-এ দ্বিতীয়
সচিব
পদে
চুক্তিভিত্তিক
নিয়োগ
দেওয়া
হয়েছে।
এতে
আরও
বলা
হয়,
এই
নিয়োগের
অন্যান্য
শর্ত
চুক্তিপত্র
অনুযায়ী
নির্ধারিত
হবে।
রাষ্ট্রপতির
আদেশক্রমে
জনস্বার্থে
এই
আদেশ
জারি
করা
হয়েছে
বলেও
প্রজ্ঞাপনে
উল্লেখ
করা
হয়।
এনএম/ধ্রুবকন্ঠ
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত