প্রিন্ট এর তারিখ : ১৫ জানুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ জানুয়ারি ২০২৬
জাতীয় নির্বাচনকে ঘিরে কিছু প্রার্থীর বক্তব্য উসকানিমূলক: মির্জা আব্বাসা
ধ্রুবকন্ঠ ডেক্স ||
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিছু প্রার্থীর বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দিয়ে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে দলটির মনোনীত প্রার্থী মির্জা আব্বাস।আজ বুধবার দুপুরে নয়াপল্টনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা আব্বাস এ অভিযোগ করেন। তবে এ সময় তিনি কারও নাম উল্লেখ করেননি।মির্জা আব্বাস বলেন, কিছু প্রার্থী এমন কথাবার্তা বলছেন, যেগুলো স্পষ্টতই উসকানিমূলক। তাদের কাজকর্ম ও বক্তব্য অত্যন্ত আপত্তিকর। তারা নির্বাচন কমিশনের বিধিমালা লঙ্ঘন করে প্রার্থীদের বিরুদ্ধে কথা বলছেন। নিজের নির্বাচনী এলাকার প্রসঙ্গ টেনে বিএনপির এই প্রার্থী বলেন, ‘আপনারা লক্ষ্য করলে দেখবেন, আমি যে আসনে প্রতিদ্বন্দ্বিতা করছি, সেখানে কিছু কিছু প্রার্থী আমার সম্পর্কে আজেবাজে কথা বলছেন।’মির্জা আব্বাস আরও বলেন, ‘তারা উদ্দেশ্যমূলকভাবে বক্তব্য দিচ্ছেন যাতে আমরা উত্তেজিত হয়ে পড়ি।’ নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির সিনিয়র এই নেতা বলেন, এ ধরনের উসকানিমূলক বক্তব্য ও আচরণ যেন কমিশন গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।’এসব বক্তব্যের বিপরীতে কোনো প্রতিক্রিয়া জানাতে চান না মন্তব্য করে মির্জা আব্বাস বলেন, ‘আমি এ বিষয়ে কোনো রিঅ্যাকশন (প্রতিক্রিয়া) দিতে চাই না, দেবও না। আমরা চাই, নির্বাচনটা সুষ্ঠু হোক এবং সুন্দরভাবে হোক।’ এমএইছ / ধ্রুবকন্ঠ
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত