প্রিন্ট এর তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ জানুয়ারি ২০২৬
কুমিল্লায় ছেলের হাতে বাবা খুনা
ধ্রুবকন্ঠ ডেক্স ||
কুমিল্লার মুরাদনগরে গরু ভাগাভাগি ও হজের টাকা পরিশোধ সংক্রান্ত
বিরোধের জেরে ছেলের হাতে বাবা খুনের ঘটনা ঘটেছে।আজ সোমবার (১২ জানুয়ারি) বিকেলে
উপজেলার ছালিয়াকান্দি ইউনিয়নের সুবিলারচর (পূর্ব পাড়া) গ্রামে এ হত্যাকাণ্ড সংঘটিত
হয়। নিহত সুরুজ মিয়া (৬৫) সুবিলারচর গ্রামের মৃত জাহেদ আলীর ছেলে। অভিযুক্ত ঘাতক ফয়েজ
মিয়া (৩২) নিহতের বড় ছেলে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সুরুজ মিয়া জীবদ্দশায় তার তিন
ছেলেকে আলাদা করে জমিজমা ও সম্পত্তি বুঝিয়ে দেন। তবে শর্ত ছিল বাবার হজের জন্য নির্ধারিত
টাকা পরিশোধের পর ছয়টি গরু তিন ভাইয়ের মধ্যে ভাগ করে দেওয়া হবে। সোমবার বিকেলে বাবার
হজের টাকা পরিশোধ না করেই বড় ছেলে ফয়েজ মিয়া গরু বিক্রির উদ্যোগ নিলে বাবা-ছেলের মধ্যে
তর্ক-বিতর্কের সৃষ্টি হয়।একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে ফয়েজ মিয়া কাঠের
চেলি দিয়ে তার বাবা সুরুজ মিয়ার মাথায় আঘাত করে। গুরুতর আহত অবস্থায় সুরুজ মিয়া
মাটিতে লুটিয়ে পড়লে অভিযুক্ত ছেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা
তাকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সন্ধ্যায় নিহতের মরদেহ উদ্ধার করে মুরাদনগর
থানায় নিয়ে আসে।এ বিষয়ে
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান জামিল খান বলেন, নিহতের
মরদেহ উদ্ধার করে মুরাদনগর থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে
পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
এমএইছ / ধ্রুবকন্ঠ
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত