প্রিন্ট এর তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ জানুয়ারি ২০২৬
হাত-পা বেঁধে ইজি বাইক গ্যারেজে ২০ লাখ টাকার মালপত্র ডাকাতিা
ধ্রুবকন্ঠ ডেক্স ||
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ইজি বাইক চার্জিং ও গ্যারেজে গভীর রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। গ্যারেজের ম্যানেজারকে হাত-পা ও মুখ বেঁধে রেখে প্রায় ২০ লাখ টাকার ব্যাটারি, টাকা ও যন্ত্রপাতি লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।আজ রবিবার (১১ জানুয়ারি) ভোরে সিদ্ধিরগঞ্জের মিজমিজি আব্দুল আলীর পুল এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় গ্যারেজ মালিক তারেক মিয়া সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।গতকাল শনিবার
(১০ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে গ্যারেজে থাকা অটোরিকশা থেকে দৈনিক আদায় করা টাকা ক্যাশ বাক্সে রেখে ম্যানেজার মো.
রুবেলকে
(৩০)
গ্যারেজে রেখে বাসায় যান মালিক। ভোর পৌনে ৪টার দিকে রুবেলের চিৎকার শুনে তিনি ঘটনাস্থলে গিয়ে দেখেন,
রুবেলের হাত-পা বাঁধা অবস্থায় পড়ে আছেন তিনি।ম্যানেজার রুবেল জানান,
রাত আনুমানিক ২টার দিকে অজ্ঞাতপরিচয় একদল দুর্বৃত্ত গ্যারেজে প্রবেশ করে। তারা তাকে মারধর করে হাত-পা ও মুখ বেঁধে ফেলে।এরপর গ্যারেজে থাকা
মিশুক, রিকশা ও
বড় অটো মিলিয়ে
মোট ২৮টি যানবাহন থেকে ১৪০টি ব্যাটারি খুলে নেয় ডাকাতরা। এসব ব্যাটারির আনুমানিক মূল্য ১৯ লাখ
৬০ হাজার টাকা। সিদ্ধিরগঞ্জ থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক
বলেন, ইজি বাইক
গ্যারেজে ডাকাতির ঘটনায় লিখিত অভিযোগ
গ্রহণ করা হয়েছে।
ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত
করা হচ্ছে।জড়িতদের শনাক্ত
এবং লুট হওয়া
মালপত্র উদ্ধারে পুলিশের চেষ্টা
চলছে।
এনএম/ধ্রুবকন্ঠ
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত