প্রিন্ট এর তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ জানুয়ারি ২০২৬
‘এমন সমালোচনা করুন, যা সাহায্য করবে দেশকে এগিয়ে নিতে’া
ধ্রুবকন্ঠ ডেক্স ||
সাংবাদিকদের কাছে
গঠনমূলক সমালোচনার প্রত্যাশা করেছেন
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।আজ
শনিবার (১০ জানুয়ারি) দুপুরে রাজধানীর বনানীতে হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে সাংবাদিকদের সঙ্গে
শুভেচ্ছা বিনিময়
অনুষ্ঠানে এই
প্রত্যাশার কথা
ব্যক্ত করেন
তারেক
রহমান।তিন বলেন, ‘আপনাদের কাছ থেকে আমরা
যেন এমন ধরনের
আলোচনা ও সমালোচনা পাই, যা আমাদের
সাহায্য করবে
দেশকে এগিয়ে নিয়ে
যেতে। শুধু সমালোচনার জন্য সমালোচনা করা
নয়; আপনাদের কাছ
থেকে যেন এমন
সামালোচনা আমরা
পায়, যাতে আমরা
দেশের মানুষের যে
সমস্যাগুলো আছে,
সেগুলোর সমাধান
করতে পারি।’অনুষ্ঠানে উপস্থিত হয়ে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম সম্পাদক, সাংবাদিক ও
মিডিয়া নির্বাহীদের সঙ্গে
কুশল বিনিময় করেন
তিনি। এ সময়
তার সঙ্গে ছিলেন
বিএনপি মহাসচিব মির্জা
ফখরুল ইসলাম আলমগীর।শুভেচ্ছা
বিনিময়
অনুষ্ঠানে
দেশের
জাতীয়
দৈনিকের
সম্পাদক,
ইলেকট্রনিক
মিডিয়ার
প্রধান
নির্বাহী,
বার্তা
সংস্থার
শীর্ষ
কর্মকর্তাসহ
জ্যেষ্ঠ
সাংবাদিকরা
অংশ
নেন।
এনএম/ধ্রুবকন্ঠ
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত