প্রিন্ট এর তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ জানুয়ারি ২০২৬
রমজানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ চেয়ে সরকারকে আইনি নোটিশ প্রদানা
ধ্রুবকন্ঠ ডেক্স ||
আগামী পবিত্র মাহে রমজান মাসে পুরো সময় দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে সরকারকে আইনি নোটিশ দিয়েছেন মো. ইলিয়াছ আলী মন্ডল নামের সুপ্রিম কোর্টের এক আইনজীবী। আজ সোমবার (৫ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে জনস্বার্থে তিনি এ নোটিশ দেন। শিক্ষা
মন্ত্রণালয়ের
ওই
প্রজ্ঞাপনে
রমজান
মাসের
প্রথম
২১
দিন
প্রাথমিক
বিদ্যালয়
খোলা
রাখার
কথা
বলা
হয়েছে।
প্রাথমিক
বিদ্যালয়ের
ছুটির
তালিকা
ঘেটে
দেখা
গেছে,
২০২৬
সালে
পবিত্র
রমজান
ও
ঈদুল
ফিতরের
ছুটি
শুরু
হবে
৮
মার্চ
থেকে।তবে
চাঁদ
দেখার
ওপর
নির্ভর
করে
আগামী
বছর
১৭
ফেব্রুয়ারি
থেকেই
রোজা
শুরু
হওয়ার
সম্ভাবনা
রয়েছে।
সে
ক্ষেত্রে
২১
রমজান
পর্যন্ত
সরকারি
প্রাথমিক
বিদ্যালয়
খোলা
থাকবে।শিক্ষা
মন্ত্রণালয়ের
সচিব
এবং
প্রাথমিক
ও
গণশিক্ষা
মন্ত্রণালয়ের
সচিবকে
এই
নোটিশ
রেজিস্ট্রি
ডাকযোগে
পাঠানো
হয়েছে।এতে
বলা
হয়েছে,
বাংলাদেশের
৯৮
শতাংশ
নাগরিক
মুসলমান।
বাংলাদেশ
স্বাধীনতার
পর
থেকে
রমজান
মাসে
শিক্ষাপ্রতিষ্ঠান
বন্ধ
থাকে-এটিই আইন, প্রথা ও নীতি এবং ওইভাবে
সব
শিক্ষাপ্রতিষ্ঠান
রমজান
মাসে
বন্ধ
থাকে।এছাড়া,
“সংবিধানের
৩১
অনুচ্ছেদে
বলা
হয়েছে,
আইন
ছাড়া
কিছুই
করা
যাবে
না,
অনুচ্ছেদ
১৫২(১) অনুযায়ী
আইন
অর্থ
বাংলাদেশে
আইনের
ক্ষমতা
সম্পন্ন
যেকোনো
প্রথা
ও
রীতি।
তাই
প্রাথমিক
ও
মাধ্যমিক
বিদ্যালয়
রমজান
মাসে
খোলা
রাখার
সরকারের
তর্কিত
সিদ্ধান্ত
অসাংবিধানিক।”
বলে
নোটিশে
উল্লেখ
করেছেন
আইনজীবী।এটি
বাংলাদেশের
শিক্ষা
ব্যবস্থার
জন্য
‘এক
প্রকার
বৈষম্য’
বলেও
নোটিশে
উল্লেখ
করা
হয়।পুরো
রমজান
মাস
ছুটি
রাখার
কারণ
হিসেবে
বলা
হয়,
“প্রাথমিক
ও
মাধ্যমিক
স্কুলের
শিশু-কিশোরদের
স্কুল
করে
ক্লান্ত
হয়ে
রোজা
রাখতে
কষ্ট
হবে।
এতে
রোজা
রাখার
অভ্যাস
থেকে
দূরে
থাকার
শঙ্কা
দেখা
দেবে,
যা
ধর্মীয়
আচার
চর্চার
অন্তরায়।”
এনএম/ধ্রুবকন্ঠ
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত