প্রিন্ট এর তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ জানুয়ারি ২০২৬
মাহমুদ উল্লাহর ফিফটি রংপুরের সংগ্রহ ১৫৫ রানা
ধ্রুবকন্ঠ ডেক্স ||
এবার অভিজ্ঞতার মূল্য বোঝালেন মাহমুদ উল্লাহ রিয়াদ। গেম সেন্সকে কাজে লাগিয়ে যখন যে রকম ব্যাটিং করা প্রয়োজন তাই করলেন। সর্বশেষ ম্যাচে রুদ্রমূর্তি ধারণ করা মাহমুদ উল্লাহ আজ সিলেটে অ্যাংকরের ভূমিকা পালন করে রংপুর রাইডার্সকে ১৫৫ রানের বিশাল সংগ্রহ এনে দিয়েছেন। এবারের বিপিএলে প্রথম ফিফটি পাওয়ার পর ইনিংসকে বড় করতে পারেনি মাহমুদ উল্লাহ।৭ চারে ৪১ বলে ৫১ রান করে বিদায় নেন বাংলাদেশের সাবেক ব্যাটার। পাঁচে নেমে এই ইনিংসটা না খেললে দেড় শোর্ধ্ব ইনিংস পাওয়া কঠিন ছিল রংপুরের। ওপেনিংয়ে বদল এনে শুরুটা ভালো পায়নি রংপুর। দলীয় ৩০ রানে বিদায় নেন তিন ব্যাটার। প্রমোশন পেয়ে ওপেনিংয়ে নেমে ১১ রান করেছেন কাইল মায়ার্স। অন্যদিকে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস করেন ৬ রান। আর তৃতীয় ব্যাটার হিসেবে আউট হওয়া তাওহিদ হৃদয় রানের খাতাই খুলতে পারেননি।সেখান থেকে আজ তিনে নামা ডেভিড মালানের সঙ্গে ৭৪ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামলান মাহমুদ উল্লাহ।ওপেনিংয়ে নেমে আগের
দুই ম্যাচে ফিফটি
করা ইংল্যান্ডের সাবেক
ব্যাটার মালান আজ
করেছেন ৩৩ রান।
আর শেষ দিকে
২১ বলে ৩৮
রানের ইনিংস খেলে
এই সংগ্রহটা এনে
দেন খুশদিল শাহ।
১৮০.৯৫ স্ট্রাইক
রেটের ইনিংসটি সাজান
২ ছক্কা ও
৪ চারে। ঢাকার
হয়ে সর্বোচ্চ ২টি
উইকেট নেন জিয়াউর
রহমান।
এমএইছ
/ধ্রুবকন্ঠ
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত