প্রিন্ট এর তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ জানুয়ারি ২০২৬
হাড়কাঁপানো শীতে সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান জামায়াত আমিরেরা
ধ্রুবকন্ঠ ডেক্স ||
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আহ্বান জানিয়েছেন হাড়কাঁপানো শীতে বিপর্যস্ত দেশজুড়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর। তিনি বলেছেন, ‘পর্যাপ্ত শীতের পোশাকের অভাবে অনেক মানুষ মানবেতর জীবনযাপন করছেন। সামর্থ্যবানরা এগিয়ে এলে এবারের শীতে লাখো মানুষ স্বস্তিতে দিন কাটাতে পারবে।‘আজ শনিবার (০৩ জানুয়ারি) জামায়াত আমিরের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান তিনি।পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, ‘শীতে কাঁপছে সারা দেশ। আমাদের চারপাশে এমন অনেক প্রতিবেশী আছেন যারা পর্যাপ্ত শীতের পোশাকের অভাবে নিদারুণ কষ্টে দিন কাটাচ্ছেন। মহান আল্লাহ আমাদের যাদের সামর্থ্য দিয়েছেন, আমরা যদি সহানুভূতির হাত বাড়িয়ে দিই, তবে লাখো মানুষের এবারের শীত কাটবে স্বস্তিতে ও হাসিমুখে।‘এই হাড়কাঁপানো শীতে
আমি দেশের সকল
সামর্থ্যবান মানুষকে সাথে নিয়ে একটি
মানবিক উদ্যোগ গ্রহণ
করতে চান বলে
তিনি জানান।তিনি বলেন, ‘আমাদের
যাদের সামর্থ্য আছে,
আমরা যদি প্রত্যেকে অন্তত একটি করে
নতুন শীতের পোশাক
আমাদের কোনো সুবিধাবঞ্চিত প্রতিবেশীকে উপহার
দিই, তবে চারপাশের চিত্রটা বদলে
যাবে। আর যাদের
এই মুহূর্তে নতুন
কাপড় কেনার সুযোগ
নেই, তারা চাইলে
নিজের ব্যবহৃত ভালো
মানের অতিরিক্ত কাপড়টিও উপহার হিসেবে দিতে
পারেন। মনে রাখবেন,
অন্যের মাঝে উষ্ণতা
ছড়িয়ে দেওয়ার যে
সামর্থ্য আল্লাহ
আমাদের দিয়েছেন, তা
একটি পবিত্র আমানত।‘তিনি আরও বলেন,
‘আমাদের সবার এই
ছোট ছোট অংশগ্রহণে লাখো মানুষের মুখে
হাসি ফুটবে এবং
দেশ দেখবে এক
মানবিক বাংলাদেশের প্রতিচ্ছবি। আসুন, আমরা হাতে
হাত রেখে সারাদেশে ছড়িয়ে দিই উষ্ণতার আমানত।‘ডা. শফিকুর রহমান
বলেন, ‘আপনার এই
মানবিক দায়িত্ব পালনের
পর আমাদের ব্যক্তিগতভাবে আপনার অংশগ্রহণের কথা জানাতে পারেন।
সারা দেশে এই
উদ্যোগের মাধ্যমে মোট কতজন মানুষের মুখে হাসি ফুটলো,
সেই সংখ্যাটি আমরা
দেশবাসীকে জানিয়ে
দেব।‘অংশগ্রহণ জানাতে
এই লিঙ্কে ক্লিক করতে বলেন তিনি।পোস্টের শেষে
জামায়াত আমির
বলেন, আল্লাহ তাআলা
আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা কবুল
করুন আমিন।
এনএম/ধ্রুবকন্ঠ
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত