প্রিন্ট এর তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ জানুয়ারি ২০২৬
আইপিএল থেকে বাদ পড়ে যা বললেন মোস্তাফিজা
স্পোর্টস ডেক্স ||
আইপিএলের মিনি
নিলামের টেবিলে
অনেক কাড়াকাড়ি শেষে
মুস্তাফিজুর রহমানকে দলে নিতে সক্ষম
হয়েছিল কলকাতা নাইট
রাইডার্স। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে
দামের রেকর্ড গড়ে
৯ কোটি ২০
লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নেয় কেকেআর। তবে পরিবর্তিত পরিস্থিতিতে মুস্তাফিজের আর
খেলা হচ্ছে না
আইপিএলে। সাম্প্রতিক পরিস্থিতির জেরে মুস্তাফিজকে বয়কটের
ডাক দেন ভারতীয়দের একটি অংশ। সাথে
কেকেআরকে নিয়েও
তাদের ক্ষোভ ছিল
চরমে। ভারতজুড়ে চলা
তুমুল আন্দোলনের পরিস্থিতি বিবেচনায় নিয়ে
বিসিসিআই সচিব
দেবজিত সাইকিয়া আইপিএলের দল কলকাতা নাইট
রাইডার্সকে নির্দেশ দেন মুস্তাফিজকে দল
থেকে ছেড়ে দিতে।
কেকেআরও বিবৃতি
দিয়ে জানিয়ে দেয়,
বিসিসিআইয়ের নির্দেশ মেনে মুস্তাফিজকে ছেড়ে
দিয়েছে দলটি। কেকেআরের জার্সিতে আর
আইপিএল মাতানো হচ্ছে
না ফিজের।এমন খবরে যেন
আগুন লেগে গেছে
দেশের ক্রীড়াঙ্গনে। ভারত
নিয়ে, আইপিএল নিয়ে
চলছে সমালোচনার ঝড়।
সাথে কলকাতা নাইট
রাইডার্সের ফলোয়ার
কমছে হু হু
করে।আইপিএল থেকে বাদ
দেওয়ার ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে মুস্তাফিজ বলেছেন,
‘ছেড়ে দিলে কী
আর করার।’ঘনিষ্ঠ সূত্রে নিশ্চিত হয়েছে, আইপিএল থেকে
বাদ পড়ার খবর
শুনে বেশ হতাশ
হয়েছেন ফিজ। বল
হাতে দারুণ ফর্মে
ছিলেন মুস্তাফিজ। জাতীয়
দলের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি লিগেও ছিলেন
দারুণ ছন্দে। আইএলটি-টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের হয়ে
দেখিয়েছেন বোলিং
ঝলক। এমন ফর্ম
নিয়ে আইপিএলেও বাজিমাত করার সুযোগ ছিল।
বিশেষ করে কলকাতার ইডেন গার্ডেনসের উইকেটে
ফিজের বেশ কার্যকরী হওয়ার কথাই ছিল।
এনএম/ধ্রুবকন্ঠ
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত