প্রিন্ট এর তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ জানুয়ারি ২০২৬
দীর্ঘদিন আত্মগোপনে থাকা যুবলীগ নেতা গ্রেপ্তারা
ধ্রুবকন্ঠ ডেক্স ||
নীলফামারীর কিশোরগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায়
যুবলীগ নেতা তারাপদ
রায়কে পুলিশ গ্রেপ্তার করেছে। তাকে শুক্রবার জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ।গ্রেপ্তারকৃত তারাপদ
রায় (৪০) পুটিমারী ইউনিয়ন যুবলীগের যুগ্ম
আহবায়ক ও একই
ইউনিয়নের সাধুপাড়া গ্রামের জিতেন্দ্র রায়ের ছেলে। বিষয়টি
শুক্রবার নিশ্চিত করেন কিশোরগঞ্জ থানার
অফিসার ইনচার্জ (ওসি)
লুৎফর রহমান।পুলিশ সূত্র জানায়,
যুবলীগ নেতা তারাপদ
দীর্ঘদিন আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে পুটিমারী শ্বশ্মান বাজার এলাকা থেকে
তাকে গ্রেপ্তার করা
হয়। পরবর্তীতে শুক্রবার তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।অফিসার
ইনচার্জ
(ওসি)
লুৎফর
রহমান
জানান,
আত্মগোপনে
থাকা
যুবলীগ
নেতা
তারাপদকে
গ্রেপ্তারপূর্বক
সন্ত্রাসবিরোধী
মামলায়
জেলা
কারাগারে
পাঠানো
হয়েছে।
এনএম/ধ্রুবকন্ঠ
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত