প্রিন্ট এর তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ জানুয়ারি ২০২৬
বিশ্বকাপে খেলতে নেইমারের বড় সিদ্ধান্তা
ধ্রুবকন্ঠ ডেক্স ||
ব্রাজিল
তারকা ফুটবলার
নেইমার নিজের শৈশবের ক্লাব সান্তোসের
সঙ্গে আরো এক বছরের চুক্তি বাড়াতে সম্মত হয়েছেন।
ফুটবলবিষয়ক
নির্ভরযোগ্য
সাংবাদিক
ফ্যাব্রিজিও
রোমানোর
তথ্য অনুযায়ী,
নেইমারের
নতুন চুক্তি কার্যকর
থাকবে ডিসেম্বর
২০২৬ পর্যন্ত।
মূল লক্ষ্য, ব্রাজিলের
২০২৬ বিশ্বকাপ
দলে জায়গা করে নেওয়া।৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড
ইনজুরি কাটিয়ে নভেম্বরে
মাঠে ফেরার পর দারুণ ফর্মে আছেন।সান্তোসের হয়ে সাত ম্যাচে পাঁচ গোল করেছেন তিনি, যার মধ্যে একটি হ্যাটট্রিকও রয়েছে। একাধিক ম্যাচে অধিনায়কের আর্মব্যান্ড পরেও খেলেছেন নেইমার।চোট সমস্যা কাটিয়ে দ্রুত ফিট হতে নেইমার নাকি বিখ্যাত ব্রাজিলিয়ান ফিজিওথেরাপিস্ট এদুয়ার্দো সান্তোসের শরণাপন্ন হচ্ছেন, যিনি ‘ড. মিরাকল’ নামে পরিচিত। প্রতিবেদনে বলা হয়েছে, বাম হাঁটুতে আংশিক অস্ত্রোপচারের পর তার পুনর্বাসন প্রক্রিয়ায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।আগের চুক্তির মেয়াদ শেষ হতে থাকায় তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে সান্তোসেই থেকে জাতীয় দলে ফেরার পথ সুগম হবে, এমনটাই মনে করছেন নেইমার। ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি ইতিমধ্যে জানিয়েছেন, ফিটনেস ও পারফরম্যান্সের ভিত্তিতেই বিশ্বকাপ দল চূড়ান্ত করা হবে।২০২৩ সালের সেপ্টেম্বরের পর থেকে জাতীয় দলের হয়ে খেলেননি নেইমার। সেসময় ভয়াবহ হাঁটুর চোটে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন তিনি। তবু ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে তার নামের পাশে রয়েছে ১২৮ ম্যাচে ৭৯ গোল।
এমএইছ/ধ্রুবকন্ঠ
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত