প্রিন্ট এর তারিখ : ৩১ ডিসেম্বর ২০২৫ ||
প্রকাশের তারিখ : ৩১ ডিসেম্বর ২০২৫
নতুন বছরে দাম কমলো স্বর্ণেরা
ধ্রুবকন্ঠ ডেক্স ||
নতুন বছরে স্বর্ণের দামে সুখবর দিল বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। দেশের বাজারে স্বর্ণের দাম কমল ভরিতে ২ হাজার ৭৪১ টাকা। ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা হলো,
যা নতুন বছরের প্রথম দিন তথা আগামীকাল বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে কার্যকর হবে।আজ বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস।এতে বলা হয়,
স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড)
মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি
(১১.৬৬৪ গ্রাম)
২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৪ হাজার ৩৪ টাকা,
১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৩ হাজার ৪১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫২ হাজার ৮৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে।এদিকে,
বিজ্ঞপ্তিতে
বাজুস
আরও
জানায়,
স্বর্ণের
বিক্রয়মূল্যের
সঙ্গে
আবশ্যিকভাবে
সরকার-নির্ধারিত
৫
শতাংশ
ভ্যাট
ও
বাজুস-নির্ধারিত
ন্যূনতম
মজুরি
৬
শতাংশ
যুক্ত
করতে
হবে।
তবে
গহনার
ডিজাইন
ও
মানভেদে
মজুরির
তারতম্য
হতে
পারে।এর
আগে,
সবশেষ
গত
২৯
ডিসেম্বর
দেশের
বাজারে
স্বর্ণের
দাম
সমন্বয়
করেছিল
বাজুস।
সেদিন
ভরিতে
২
হাজার
৫০৮
টাকা
কমিয়ে
২২
ক্যারেটের
এক
ভরি
স্বর্ণের
দাম
২
লাখ
২৬
হাজার
৯২৩
টাকা
নির্ধারণ
করেছিল
সংগঠনটি।এছাড়া
২১
ক্যারেটের
প্রতি
ভরি
২
লাখ
১৬
হাজার
৬০০
টাকা,
১৮
ক্যারেটের
প্রতি
ভরি
১
লাখ
৮৫
হাজার
৬৯১
টাকা
এবং
সনাতন
পদ্ধতির
প্রতি
ভরি
স্বর্ণের
দাম
১
লাখ
৫৪
হাজার
৭২৩
টাকা
নির্ধারণ
করা
হয়।
যা
কার্যকর
হয়েছিল
গত
৩০
ডিসেম্বর
থেকে।এ
নিয়ে
চলতি
বছর
মোট
৯৩
বার
দেশের
বাজারে
সমন্বয়
করা
হলো
স্বর্ণের
দাম।
যেখানে
দাম
বাড়ানো
হয়েছে
৬৪
বার,
আর
কমেছে
মাত্র
২৯
বার।
আর
২০২৪
সালে
দেশের
বাজারে
মোট
৬২
বার
স্বর্ণের
দাম
সমন্বয়
করা
হয়েছিল।
যেখানে
৩৫
বার
দাম
বাড়ানো
হয়েছিল,
আর
কমানো
হয়েছিল
২৭
বার।
স্বর্ণের
দাম
কমানো
হলেও
দেশের
বাজারে
অপরিবর্তিত
রয়েছে
রুপার
দাম।
দেশে
২২
ক্যারেটের
এক
ভরি
রুপা
বিক্রি
হচ্ছে
৬
হাজার
৬৫
টাকায়।
এছাড়া
২১
ক্যারেটের
প্রতি
ভরি
৫
হাজার
৭৭৪
টাকা,
১৮
ক্যারেটের
প্রতি
ভরি
৪
হাজার
৯৫৭
টাকা
এবং
সনাতন
পদ্ধতির
প্রতি
ভরি
রুপা
বিক্রি
হচ্ছে
৩
হাজার
৭৩২
টাকায়।
চলতি
বছর
এখন
পর্যন্ত
১৩
বার
সমন্বয়
করা
হয়েছে
রুপার
দাম।
এর
মধ্যে
বেড়েছে
১০
বার,
আর
কমেছে
মাত্র
৩
বার।
আর
গত
বছর
সমন্বয়
করা
হয়েছিল
৩
বার।
এনএম/ধ্রুবকন্ঠ
কপিরাইট © ২০২৫ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত