প্রিন্ট এর তারিখ : ৩১ ডিসেম্বর ২০২৫ ||
প্রকাশের তারিখ : ৩১ ডিসেম্বর ২০২৫
এবার পিঠ দিয়ে গোল দিলেন রোনালদোা
ধ্রুবকন্ঠ ডেক্স ||
ক্রিশ্চিয়ানো রোনালদো জীবনে তার শরীরের কতো জায়গা দিয়ে যে গোল করেছেন! পায়ে, মাথা দিয়ে তো সবাই করে, হাত দিয়েও গোল আছে রোনালদোর। তবে এবার যা ‘করলেন’, তার নজির তার জীবনে আর একবারও দেখা যায়নি। এবার তিনি গোল করেছেন পিঠ দিয়ে।তবে গোলটা ‘করেছেন’ বলার চেয়ে ‘পেয়েছেন’ বলাটাই বোধ হয় শ্রেয়। এই গোলে যে তার অবদান ছিল শূন্যের কোঠায়, ভাগ্যগুণে গোলটা পেয়ে গিয়েছেন তিনি। বক্সের ভেতর থেকে সতীর্থ জোয়াও ফেলিক্স গোলে শট নিয়েছিলেন, তবে তার পথ আটকে দাঁড়ান রোনালদো। শটটা তার পিঠে লেগে দিক বদলে জড়ায় জালে। অবদান শূন্যের কাছাকাছি থাকলেও রোনালদো উদযাপনটা করেছেন বেশ করে। গোলটা নিশ্চিত হতেই তিনি ছুটে যান কর্নার পতাকার দিকে। সেখানে গিয়ে চিরচেনা ‘সিউউ’ উদযাপনে মেতেছিলেন তিনি। গত রাতের ম্যাচে গোল পেয়েও অবশ্য দলকে জেতাতে পারেননি রোনালদো। সৌদি প্রো লিগের এই ম্যাচে আল-নাসরের ১০ ম্যাচের জয়যাত্রা থেমে গেছে। মঙ্গলবার আল-ইত্তিফাকের সঙ্গে ২–২ গোলে ড্র করেছে লিগের শীর্ষ দলটি।
এমএইছ/ধ্রুবকন্ঠ
কপিরাইট © ২০২৫ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত