প্রিন্ট এর তারিখ : ৩১ ডিসেম্বর ২০২৫ ||
প্রকাশের তারিখ : ৩১ ডিসেম্বর ২০২৫
বিশ্ব গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজার খবর প্রকাশিতা
ধ্রুবকন্ঠ ডেক্স ||
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা শেষে তার মরদেহ দাফন সম্পন্ন হয়েছে। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউয়ে আজ বুধবার (৩১ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তার লাশ স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাধিস্থ করা হয়।আন্তর্জাতিক গণমাধ্যমে তার জানাজার খবর গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়েছে।
ব্রিটিশ
গণমাধ্যম
বিবিসির
প্রতিবেদনে
বলা হয়, বাংলাদেশের
বিভিন্ন
প্রান্ত
থেকে লাখো মানুষ সাবেক প্রধানমন্ত্রী
খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা
জানাতে রাজধানী
ঢাকায় আসেন। কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা শিরোনাম করেছে,
‘খালেদা জিয়ার জানাজায় জনসমাগম, সাবেক
নেত্রীকে বিদায়।’প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের রাজধানী ঢাকায়
সাবেক প্রধানমন্ত্রী খালেদা
জিয়ার রাষ্ট্রীয় জানাজায় বিপুলসংখ্যক মানুষ
জড়ো হয়েছিল।
পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন তাদের
প্রতিবেদনে উল্লেখ
করেছে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার
জন্য শোক জানাচ্ছে বাংলাদেশ। রাষ্ট্রীয় জানাজায় অংশ নেয় বিপুলসংখ্যক মানুষ।
এক প্রতিবেদনে ভারতের টাইমস অব ইন্ডিয়া বলেছে, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় বিশাল জনসমাগম হয়। প্রতিবেদনে তাকে বাংলাদেশের ইতিহাসে অন্যতম প্রধান প্রভাবশালী রাজনীতিবিদ হিসেবে উল্লেখ করা হয়।‘এনডিটিভির শিরোনামে বলা হয়, ঢাকায় স্বামীর পাশে চিরনিদ্রায় শায়িত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।
এনএম/ধ্রুবকন্ঠ
কপিরাইট © ২০২৫ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত