প্রিন্ট এর তারিখ : ৩১ ডিসেম্বর ২০২৫ ||
প্রকাশের তারিখ : ৩১ ডিসেম্বর ২০২৫
জনসমুদ্রে পরিণত মানিক মিয়া অ্যাভিনিউ ও ফার্মগেটা
ধ্রুবকন্ঠ ডেক্স ||
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে লাখো মানুষের ঢল নেমেছে। কানায় কানায় পরিপূর্ণ মানিক মিয়া অ্যাভিনিউ। জনস্রোত ছড়িয়ে পড়েছে মানিক মিয়া অ্যাভিনিউয়ের বাইরে। শুধু তাই নয়, উড়ালসড়কও বন্ধ হয়েছে জনস্রোতে। তবে মানুষের প্রচণ্ড ভিড়ে বিপাকে পড়েছেন বয়স্ক ব্যক্তিরা। এভারকেয়ার হাসপাতালে ৩৭ দিন ধরে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে মারা যান বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। গত ২৩ নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল বেগম খালেদা জিয়াকে। এরপর থেকে তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন।এদিকে
বেলা ১১টা ৫০
মিনিটে মানিক মিয়া
অ্যাভিনিউয়ে আনা হয়েছে
খালেদা জিয়ার মরদেহ।
সেখানেই দুপুর ২টায়
তার জানাজা অনুষ্ঠিত
হবে। জানাজা শেষে
বেগম জিয়াকে স্বামী
রাষ্ট্রপতি জিয়াউর রহমানের
কবরের পাশে সমাহিত
করা হবে।
এমএইছ/ধ্রুবকন্ঠ
কপিরাইট © ২০২৫ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত