প্রিন্ট এর তারিখ : ৩১ ডিসেম্বর ২০২৫ ||
প্রকাশের তারিখ : ৩০ ডিসেম্বর ২০২৫
কোচ হিসেবে সৌরভ গাঙ্গুলির যাত্রার শুরুতেই ধাক্কাা
ধ্রুবকন্ঠ ডেক্স ||
দক্ষিণ আফ্রিকায় শুরু হয়ে গেছে এসএ২০-এর চতুর্থ আসর। ছয়টি দল একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে এই টুর্নামেন্টে। দুইবারের চ্যাম্পিয়ন সানরাইজার্স ইস্টার্ন কেপ দুর্দান্ত সূচনা করেছে, প্রথম দুই ম্যাচেই জয় তুলে নিয়ে তারা এখন পূর্ণ ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে।এর ঠিক বিপরীত চিত্র প্রিটোরিয়া ক্যাপিটালসের।টুর্নামেন্টের শুরুতেই টানা দুই ম্যাচে হেরে সবচেয়ে খারাপ অবস্থানে আছে দলটি। এসএ২০ ২০২৬ মৌসুমের আগে ক্যাপিটালস দলে প্রধান কোচ হিসেবে যোগ দেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। এটিই ছিল তার কোচ হিসেবে প্রথম দায়িত্ব, যদিও এর আগে তিনি দিল্লি ক্যাপিটালসের মেন্টর ও উপদেষ্টা হিসেবে কাজ করেছেন।ক্যাপিটালস তাদের অভিযান শুরু করে জোবার্গ সুপার কিংসের বিপক্ষে।সেই ম্যাচে বোলাররা ভালো পারফরম্যান্স দেখিয়ে প্রতিপক্ষকে ১৬৮ রানে আটকে দিলেও ব্যাটিং ব্যর্থতায় ২২ রানে হারতে হয় দলটিকে। দ্বিতীয় ম্যাচে সানরাইজার্স ইস্টার্ন কেপ তোলে ১৮৮ রান, যা তাড়া করার মতোই লক্ষ্য ছিল। কিন্তু ব্যাটসম্যানদের আবারও হতাশাজনক পারফরম্যান্সে ক্যাপিটালস অলআউট হয় মাত্র ১৪০ রানে। ফলে টানা দুই হারে টুর্নামেন্ট শুরু হলো তাদের।গাঙ্গুলির কোচিং যাত্রা শুরু হয়েছিল নিলাম থেকেই। বড় অঙ্কের পার্স নিয়ে নিলামে নেমে ক্যাপিটালস উঠতি তারকা ডিউয়াল্ড ব্রেভিসকে দলে নিতে খরচ করে ১৬.৫ মিলিয়ন র্যান্ড (প্রায় ৮.৩ কোটি টাকা)। ব্রেভিসের দিকেই ছিল সবার নজর। কিন্তু এখন পর্যন্ত দুই ইনিংসে তিনি করেছেন মাত্র ১৮ রান, গড় মাত্র ৯.০০।একজন ব্যাটারের ওপর অতিরিক্ত নির্ভরতা এবং দলে অন্য বিভাগগুলোকে যথাযথভাবে গুরুত্ব না দেওয়াই এখন পর্যন্ত ক্যাপিটালসের ভোগান্তির বড় কারণ হয়ে দাঁড়িয়েছে।ণ এর ফলেই টুর্নামেন্টের শুরুতেই প্রধান কোচ সৌরভ গাঙ্গুলিকে ঘিরে শুরু হয়েছে তীব্র সমালোচনা।
এমএইছ/ধ্রুবকন্ঠ
কপিরাইট © ২০২৫ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত