প্রিন্ট এর তারিখ : ৩১ ডিসেম্বর ২০২৫ ||
প্রকাশের তারিখ : ৩০ ডিসেম্বর ২০২৫
খালেদা জিয়ার আপসহীন লড়াই চিরস্মরণীয় থাকবো
ধ্রুবকন্ঠ ডেক্স ||
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশন।বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মো. আবদুল খালেক ও সদস্য সচিব মো. শফি উদ্দিন শেখ সাক্ষরিত এক শোকবার্তায় মঙ্গলবার বলা হয়- গণতন্ত্রের আপোষহীন নেত্রী, তিনবারের সফল প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আজ ৩০ ডিসেম্বর মঙ্গলবার মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে আমরা গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি। বাংলাদেশের রাজনীতিতে তার অসামান্য অবদান আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি।জাতির দুর্দিনে খালেদা জিয়ার বলিষ্ঠ নেতৃত্ব, আপোষহীন অবস্থান এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় দূরদর্শিতাসহ সব প্রতিবন্ধকতার বিরুদ্ধে তার অবিচল লড়াই চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি শুধু একজন রাজনীতিবিদ নন, ছিলেন এক সংগ্রামী নারী, যিনি দেশের ইতিহাসে নারীর ক্ষমতায়নের আলোকবর্তিকা।দেশ ও মানুষের অধিকার রক্ষায় খালেদা জিয়ার আত্মত্যাগ, সাহসিকতা ও দূরদর্শী নেতৃত্ব আমাদের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তার শূন্যতা দেশের রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি।আমরা তার রুহের মাগফিরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জানাই।
এমএইছ/ধ্রুবকন্ঠ
কপিরাইট © ২০২৫ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত