প্রিন্ট এর তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ ডিসেম্বর ২০২৫
তীব্র শীতের মাঝেই কুয়াশা-বৃষ্টি নিয়ে যা জানালো আবহাওয়া অধিদপ্তরা
ধ্রুবকন্ঠ ডেক্স ||
তীব্র
শীতের
মধ্যেই
সারাদেশের
আবহাওয়া
নিয়ে
নতুন
করে
দুঃসংবাদ
দিয়েছে
আবহাওয়া
অধিদপ্তর।
উপমহাদেশীয়
উচ্চচাপ
বলয়
ও
বঙ্গোপসাগরের
লঘুচাপের
প্রভাবে
আগামী
কয়েক
দিন
সারাদেশে
কুয়াশাচ্ছন্ন
আবহাওয়া
অব্যাহত
থাকতে
পারে।
কোথাও
কোথাও
বৃষ্টি
হওয়ারও
সম্ভাবনা
রয়েছে।
আজ মঙ্গলবার
(৩০
ডিসেম্বর)
সকালে
আবহাওয়ার
পূর্বাভাসে
এই
তথ্য
জানানো
হয়েছে।আবহাওয়া
অধিদপ্তরের
১২০
ঘণ্টার
পূর্বাভাসে
বলা
হয়েছে,
মধ্যরাত
থেকে
সকাল
পর্যন্ত
অনেক
এলাকায়
মাঝারি
থেকে
ঘন
কুয়াশা
পড়তে
পারে,
যা
কোথাও
কোথাও
দুপুর
পর্যন্ত
স্থায়ী
হতে
পারে।
এতে
বিমান
চলাচল,
নৌপথ
ও
সড়ক
যোগাযোগে
সাময়িক
বিঘ্নের
আশঙ্কা
রয়েছে।বিজ্ঞপ্তি
অনুযায়ী,
মঙ্গলবার
সকাল
৯টা
থেকে
সারাদেশে
হালকা
বা
গুঁড়ি
গুঁড়ি
বৃষ্টি
হতে
পারে।
এ
সময়
রাত
ও
দিনের
তাপমাত্রা
প্রায়
অপরিবর্তিত
থাকলেও
কুয়াশার
কারণে
শীতের
অনুভূতি
বজায়
থাকবে।
ঢাকায়
উত্তর
বা
উত্তর-পশ্চিম
দিক
থেকে
ঘণ্টায়
৬-১২ কিলোমিটার
বেগে
বাতাস
বইছে।
সকাল
৬টায়
ঢাকায়
বাতাসের
আপেক্ষিক
আর্দ্রতা
ছিল
৯৩
শতাংশ।আগামীকাল বুধবার
(৩১
ডিসেম্বর)
এবং
বৃহস্পতিবার
(১
জানুয়ারি)
আকাশ
আংশিক
মেঘলা
থাকলেও
সারাদেশের
আবহাওয়া
শুষ্ক
থাকতে
পারে
বলে
জানিয়েছে
আবহাওয়া
অধিদপ্তর।
তবে
এ
সময়ও
মধ্যরাত
থেকে
সকাল
পর্যন্ত
অনেক
এলাকায়
মাঝারি
থেকে
ঘন
কুয়াশা
পড়ার
সম্ভাবনা
রয়েছে।
বুধবার
রাত
ও
দিনের
তাপমাত্রা
সামান্য
বাড়তে
পারে।
বৃহস্পতিবার
দিনের
তাপমাত্রা
১
থেকে
২
ডিগ্রি
সেলসিয়াস
পর্যন্ত
বাড়ার
সম্ভাবনা
রয়েছে।পূর্বাভাসে আরও বলা হয়েছে,
২ ও ৩ জানুয়ারি সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা দেখা দিতে পারে,
যা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। এ সময় রাত ও দিনের তাপমাত্রা মোটামুটি অপরিবর্তিত থাকবে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনের শেষের দিকে রাত ও দিনের তাপমাত্রা আবার কমতে পারে। ফলে জানুয়ারির শুরুতে শীতের দাপট আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
এনএম/ধ্রুবকন্ঠ
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত