প্রিন্ট এর তারিখ : ৩১ ডিসেম্বর ২০২৫ ||
প্রকাশের তারিখ : ২৯ ডিসেম্বর ২০২৫
ইনসাফের প্রশ্নে কোনো কম্প্রোমাইজ করবে না হাসনাত আব্দুল্লাহ া
ধ্রুবকন্ঠ ডেক্স ||
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ইনসাফের প্রশ্নে কোনো কম্প্রোমাইজ করা হবে না। এক্ষেত্রে আমরা আনকম্প্রোমাইজিং অবস্থানে থাকব। নতুন প্রজন্মের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণের চেষ্টা করব। মানুষের কাছে আমাদের তরুণদের ভাবনা তুলে ধরব। শহীদ শরিফ ওসমান হাদি যে বাংলাদেশের স্বপ্ন দেখেছেন, সেই বাংলাদেশ বিনির্মাণে কাজ করব।সোমবার (২৯ ডিসেম্বর) বিকালে কুমিল্লা-৪ দেবিদ্বার সংসদীয় আসনে জামায়াত নেতৃত্বাধীন জোট থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি। পরে সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন জামায়াত নেতা সাইফুল ইসলাম শহীদ, যিনি দলের সিদ্ধান্তের কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ান। এছাড়াও শহীদ পরিবারের সদস্য, জোট নেতারা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, একটি ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠায় আমরা কাজ করতে চাই। ফ্যাসিবাদের কারণে দীর্ঘ ১৭ বছরে আমাদের দেশের মানুষ মৌলিক মানবিক অধিকার বঞ্চিত হয়েছে। গণতন্ত্র লুণ্ঠিত হয়েছে। সে জায়গা থেকে আমাদের অর্থনৈতিক মুক্তি, একই সঙ্গে ভোটাধিকার নিশ্চিত হচ্ছে, সেটি যেন সার্বজনীনতা পায়। তিনি বলেন, ইনসাফ প্রতিষ্ঠা করতে গিয়ে শহীদ হয়েছেন শরিফ ওসমান হাদি। রাষ্ট্রের স্থানীয় থেকে জাতীয় পর্যায়ে যেন ইনসাফ প্রতিষ্ঠিত হয়। দুর্নীতির বিরুদ্ধে জোটের যে মনোভাব সেটি আমরা প্রতিষ্ঠিত রাখবো। একই সঙ্গে ইনসাফের প্রশ্নে আমাদের আনকম্প্রোমাইজিং অবস্থান থাকবে।
এমএইছ/ধ্রুবকন্ঠ
কপিরাইট © ২০২৫ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত