প্রিন্ট এর তারিখ : ৩১ ডিসেম্বর ২০২৫ ||
প্রকাশের তারিখ : ২৯ ডিসেম্বর ২০২৫
আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার অপসারণ দাবিতে মানববন্ধন ও স্মারকলিপিা
রিফাত হোসেন মেশকাত, আক্কেলপুর প্রতিনিধি ||
জয়পুরহাটের
আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু শফি মাহমুদের অপসারণের
দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে সাধারণ ঠিকাদারবৃন্দ ও আক্কেলপুরবাসী।আজ
সোমবার বেলা ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ
সভায় বক্তব্য দেন আক্কেলপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর আমিনুর
রহমান পল্টু, বিএনপি নেতা এম কেরামত আলী, মামুনুর রহমান সহ প্রমুখ বক্তারা অভিযোগ করেন, ডা. আবু শফি মাহমুদ এর আগে
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় কর্মরত থাকাকালে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বদলি
হয়ে আক্কেলপুরে আসেন। এখানে যোগদানের পর তিনি ওষুধ, পথ্যসহ বিভিন্ন সরবরাহ কার্যক্রম
নিজ এলাকা রংপুরের এক ব্যক্তির মাধ্যমে নিয়ন্ত্রণ করে আসছেন। এতে স্থানীয় ঠিকাদাররা
বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করা হয়। বক্তারা আরও বলেন, সরবরাহকৃত সামগ্রী নিম্নমানের
হওয়ায় রোগীদের সেবা ব্যাহত হচ্ছে। নিজেই রক্ষক, নিজেই ভক্ষক-এমন মন্তব্য করে বক্তারা
অবিলম্বে ওই কর্মকর্তার অপসারণ দাবি করেন। মানববন্ধন ও প্রতিবাদ সভা শেষে স্বাস্থ্য কর্মকর্তার
বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতির ছয় দফা অভিযোগ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে
পাঠানোর উদ্দেশ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা জান্নাতের কাছে একটি
স্মারকলিপি প্রদান করা হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা জান্নাত
বলেন, অভিযোগের কপি গ্রহণ করেছি। বিষয়টি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক
মহোদয়ের কাছে পাঠানো হয়েছে।অভিযোগের
বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু শফি মাহমুদ
মুঠোফোনে বলেন, ঠিকাদার এম কেরামত আলীকে কাজ না দেওয়ায় তিনি আমার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে
মানববন্ধন করেছেন এবং আমাকে হেয় করার চেষ্টা করছেন। অভিযোগগুলো সঠিক নয়।
এনএম/ধ্রুবকন্ঠ
কপিরাইট © ২০২৫ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত