প্রিন্ট এর তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৫
আসিফ মাহমুদের পক্ষে কুমিল্লা-৩ আসনে মনোনয়নপত্র সংগ্রহা
ধ্রুবকন্ঠ ডেক্স ||
কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে নির্বাচন করতে মনোনয়নপত্র কিনেছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।কুমিল্লা সদর উপজেলার দক্ষিণ রসুলপুর এলাকার রমজানুল করিম নামে একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসিফ মাহমুদের পক্ষে গত ২৪ ডিসেম্বর ওই মনোনয়নপত্রটি সংগ্রহ করেন। তবে বিষয়টি এতোদিন অনেকটা গোপন ছিল। আজ শনিবার (২৭ ডিসেম্বর) বিকালে মনোনয়নপত্র কেনার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো.
সাহেব আলী।মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা আবদুর রহমান জানান,
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আসিফ মাহমুদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।এর আগে আসিফ মাহমুদ গত ১০ ডিসেম্বর উপদেস্টা পদ থেকে পদত্যাগ করে ঢাকা ১০ আসন থেকে নির্বাচন করার ঘোষণা দেন। এরই মধ্যে ওই আসনে তিনি ভোটারও হয়েছেন। প্রচারণাও চালাচ্ছেন।
এনএম/ধ্রুবকন্ঠ
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত