প্রিন্ট এর তারিখ : ৩১ ডিসেম্বর ২০২৫ ||
প্রকাশের তারিখ : ২৬ ডিসেম্বর ২০২৫
হাদির বোনকে ঢাকা-৮ আসনে প্রার্থী হওয়ার দাবিতে মানববন্ধনা
ধ্রুবকন্ঠ ডেক্স ||
ইনকিলাব মঞ্চের
মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির স্থলে তার বোন মাসুমা হাদিকে ঢাকা-৮ আসনের
প্রার্থী হওয়ার দাবিতে মানববন্ধন করেছে ছাত্র-জনতা। আজ শুক্রবার (২৬ ডিসেম্বর)
দুপুর ১২টায় ঝালকাঠির নলছিটিতে তারা এই মানববন্ধন করেন। মানববন্ধনে
বক্তব্য রাখেন মো. নাজমুল হাসান টিটু, সাথী আক্তার, এম এন মামুন, আসিফ জিয়া,
আব্দুর রাজ্জাক, মো. সিরাজুল ইসলাম, মোহাম্মদ মিরাজ, মো. আহাদ, ওমর ফারুক, ও
আবু হানিফ।বক্তারা
বলেন, ‘নলছিটির কৃতী সন্তান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে সম্ভাব্য প্রার্থী ছিলেন। কিন্তু ফ্যাসিস্টদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে তাকে প্রাণ
দিতে হয়েছে। তিনি ইনসাফের পক্ষে ও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় লড়াই করেছেন। তিনি
সংসদে গিয়ে ন্যায়ের পক্ষে, জনগণের পক্ষে এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলতে
চেয়েছিলেন। কিন্তু ঘাতকরা তার কথা থামিয়ে দিয়েছে। কিন্তু আমরা চাই শহীদ
ওসমান হাদির দেশ, জনগণ ও ন্যায়ের পক্ষে লড়াই বেঁচে থাকুক, উজ্জীবিত থাকুক। আজ
তিনি আমাদের মাঝে নেই। কিন্তু তিনি আমাদের মনে ও স্মৃতিতে বেঁচে আছেন এবং থাকবেন।
তিনি এ দেশের গর্ব।‘তারা আরও বলেন, ‘তার
আদর্শ বাঁচিয়ে রাখতে তার পরিবারের কাউকে এ মুহূর্তে ঘুরে দাঁড়াতে হবে। তার বোন
মাসুমা হাদির মধ্যে আমরা ওসমান হাদির প্রতিচ্ছবি দেখতে পাই। এ জন্য আমরা ত্রয়োদশ
জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে মাসুমা হাদিকে
দেখতে চাই। দেশবাসীও এটা চায়।‘তারা বলেন, ‘মাসুমা
হাদি ওই আসনে প্রার্থী হয়ে আদিত্যবাদের বিরুদ্ধে ও ইনসাফের পক্ষে লড়াই করে তার
ভাইয়ের স্বপ্ন পূরণ করবেন আশা রাখি।‘এ ব্যাপারে ওসমান হাদির ছোট বোন মাসুম হাদি বলেন, ‘এই মুহূর্তে আমার
ব্যক্তিগত কোনো কিছু বলার নেই। তবে ইনকিলাব মঞ্চ ও পরিবারের পক্ষ থেকে সিদ্ধান্ত হলে
এ নির্বাচনে প্রার্থী হতে রাজি আছি।‘
এনএম/ধ্রুবকন্ঠ
কপিরাইট © ২০২৫ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত