প্রিন্ট এর তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ ডিসেম্বর ২০২৫
বিয়েবাড়ি থেকে ফেরার পথে ট্রাকের ধাক্কায় নিহত মা-মেয়ো
ধ্রুবকন্ঠ ডেক্স ||
ঢাকা-টাঙ্গাইল
মহাসড়কের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২৬
ডিসেম্বর) বিকেল ৫টার দিকে মহাসড়কের মির্জাপুরের গোড়াই ফ্লাইওভারের পূর্বপাশে এই
দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার পর মহাসড়কে ঢাকার দিকে প্রায় ৬ কিলোমিটার এলাকায়
যানজটের সৃষ্টি হয়।নিহতরা
হলেন ফেনী জেলার সোনাগাজী এলাকার জিসান কবির টিপুর স্ত্রী সাদিয়া কবির (২৩) এবং
তার ১০ মাস বয়সের শিশুকন্যা তাজরিয়া কবির প্রিয়ম। তারা
ঢাকার মিরপুর-১ বসবাস করেন। টাঙ্গাইলে একটি বিয়ের অনুষ্ঠান থেকে শুক্রবার বিকেলে
ঢাকায় ফিরছিলেন।হাইওয়ে
পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেল ৫টার দিকে মহাসড়কের ওই স্থানে ঢাকাগামী একটি
ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১৮-৩৭৩৩) পেছনে নিহতদের বহনকারী প্রাইভেট কারটি ধাক্কা
দেয়। এরপর পেছন থেকে আরেকটি প্রাইভেট কার সামনের প্রাইভেট কারে ধাক্কা মারে।এর কিছুক্ষণ পর একটি বাস সামনের প্রাইভেট কারের পেছনে ধাক্কা দিলে প্রাইভেট
কার দুটি দুমড়েমুচড়ে যায়। এতে সামনের প্রাইভেট কারে থাকা মা ও শিশুকন্যা ঘটনাস্থলেই
মারা যায়। দুর্ঘটনায় আহত হয় দুই প্রাইভেট কারের চালক। তাদের পরিচয় পাওয়া যায়নি।দুর্ঘটনার পর মহাসড়কের ওই
স্থানে ঢাকার দিকে প্রায় ৬ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। হাইওয়ে পুলিশ ও
ফায়ার সার্ভিসের সদস্যরা মহাসড়ক থেকে দুর্ঘটনা কবলিত দুটি প্রাইভেট কার, ট্রাক ও
বাস সরিয়ে নিলে প্রায় এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। পুলিশ ট্রাক, বাস ও
প্রাইভেট কার দুটি আটক করেছেন।মির্জাপুরের
গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন জানান, নিহতদের মরদেহ আইনি
প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হবে। দুর্ঘটনাকবলিত যানবাহন
পুলিশ হেফাজতে রয়েছে বলে তিনি জানান।
এনএম/ধ্রুবকন্ঠ
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত