প্রিন্ট এর তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ ডিসেম্বর ২০২৫
ঘন কুয়াশায় ঢাকায় নামতে না পেরে ৫ ফ্লাইট কলকাতায়া
ধ্রুবকন্ঠ ডেক্স ||
শীতের তীব্রতার সঙ্গে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে ঢাকার আকাশ। রানওয়ে অস্পষ্ট থাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে ব্যর্থ হয়ে পাঁচটি আন্তর্জাতিক ফ্লাইট পার্শ্ববর্তী দেশ ভারতের কলকাতা বিমানবন্দরে অবতরণ করেছে।বিমানবন্দর ও সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১টা থেকে ভোর ৬টার মধ্যে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে এ পরিস্থিতির সৃষ্টি হয়। ডাইভার্ট হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে কুয়েত এয়ারওয়েজের একটি, জাজিরা এয়ারওয়েজের দুটি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইট (কুয়েত ও দাম্মাম থেকে আগত)। ঘন কুয়াশার কারণে পাইলটরা রানওয়ে স্পষ্টভাবে দেখতে না পারায় নিরাপত্তার স্বার্থে তড়িঘড়ি করে এগুলোকে কলকাতায় পাঠানো হয়।একই কারণে ইউএস-বাংলা, এয়ার অ্যারাবিয়া ও সালাম এয়ারসহ বেশ কিছু এয়ারলাইন্সের ফ্লাইট নির্ধারিত সময়ের চেয়ে ২ থেকে ৪ ঘণ্টা বিলম্বে ঢাকায় অবতরণ করে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ কুয়েত এয়ারওয়েজের ফ্লাইট ডাইভার্ট হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ঘন কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। এর ফলে বিমান চলাচলের পাশাপাশি সড়ক ও নৌপথেও যান চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে দেশজুড়ে শীতের অনুভূতি আরও বাড়তে পারে বলেও জানানো হয়েছে।এমএইছ/ধ্রুবকন্ঠ
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত