প্রিন্ট এর তারিখ : ৩১ ডিসেম্বর ২০২৫ ||
প্রকাশের তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৫
এবারের বিপিএলে সিলেটের নেতৃত্বে মিরাজা
ধ্রুবকন্ঠ ডেক্স ||
আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট টাইটান্সের অধিনায়কত্ব করবেন মেহেদী হাসান মিরাজ। আসর শুরুর একদিন আগে অধিনায়কের নাম ঘোষণা করেছে চট্টগ্রাম রয়্যালসও। এবার চট্টগ্রামের অধিনায়কত্ব করবেন শেখ মেহেদী।এর আগেও বিপিএলে অধিনায়কত্বের অভিজ্ঞতা রয়েছে মিরাজের। জাতীয় দলের ওয়ানডে অধিনায়ককে নেতৃত্বের দায়িত্ব দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে সিলেট টাইটান্স কর্তৃপক্ষ। ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে জানানো হয়েছে, মিরাজের নেতৃত্বের ওপর তাদের পূর্ণ আস্থা রয়েছে এবং তার হাত ধরেই এবারের মৌসুমে দলের যাত্রা সফল হবে বলে তারা আশাবাদী।এদিকে বিপিএলের নিয়ম মেনে খেলোয়াড় ও ম্যানেজমেন্ট সদস্যদের পারিশ্রমিকের ২৫ শতাংশ ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে বলেও জানিয়েছে সিলেট টাইটান্স। পাশাপাশি দলের সদস্যদের জন্য ১৫ দিনের দৈনিক ভাতাও অগ্রিম দেওয়া হয়েছে।নেতৃত্ব পাওয়ার পর মিরাজ বলেছেন, ‘প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজিরই স্বপ্ন থাকে চ্যাম্পিয়ন হওয়ার। অবশ্যই আমারও স্বপ্ন সিলেটকে চ্যাম্পিয়ন করার জন্য। কারণ, সিলেট কখনো চ্যাম্পিয়ন হয়নি। তাই এটা একটা আমার কাছে মনে হয় যে প্রথমবার যদি সিলেট চ্যাম্পিয়ন হয় আর সেটা যদি আমার হাত ধরেই হয় তাহলে তো এটা অবশ্যই একটা ভালো লাগার বিষয়।’এদিকে, এবারই প্রথম বিপিএলে অধিনায়কত্ব করতে যাচ্ছেন শেখ মেহেদী। নেতৃত্ব না দিলেও এর আগে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার অভিজ্ঞতা আছে তার। চট্টগ্রাম রয়্যালস কর্তৃপক্ষের অনুরোধের প্রেক্ষিতে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে দলটির দায়িত্ব (মালিকানা) বুঝে নিয়েছে বিসিবি। এরপর চট্টগ্রামের প্রধান কোচ হিসেবে মিজানুর রহমান বাবুলকে এবং টিম ডিরেক্টর পদে হাবিবুল বাশার সুমন দায়িত্ব দেওয়া হয়েছে। এমএইছ / ধ্রুবকণ্ঠ
কপিরাইট © ২০২৫ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত