প্রিন্ট এর তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশমুখী বিশ্ব হিন্দু পরিষদের মিছিল া
ধ্রুবকন্ঠ ডেক্স ||
বাংলাদেশে হিন্দু নির্যাতনের অভিযোগ এবং পোশাক শ্রমিক দীপু চন্দ্র
দাস হত্যার প্রতিবাদে ভারতের ত্রিপুরায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। বুধবার (২৪ ডিসেম্বর)
আগরতলা থেকে আখাউড়া সীমান্ত অভিমুখে হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)
ও বজরং দলের কয়েকশ নেতাকর্মী বিক্ষোভ মিছিল বের করে। তবে নিরাপত্তাজনিত কারণে আখাউড়া
চেকপোস্টে পৌঁছানোর আগেই মিছিলটি আটকে দেয় ত্রিপুরা রাজ্য পুলিশ।রাজ্যের বিভিন্ন সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানা যায়, এদিন বেলা
১১টার দিকে আগরতলার আনন্দময়ী কালীবাড়ি থেকে এই প্রতিবাদী পদযাত্রা শুরু হয়। বিক্ষোভকারীদের
পরিকল্পনা ছিল মিছিল নিয়ে সীমান্ত এলাকায় গিয়ে প্রতিবাদ জানানো। কিন্তু মিছিলটি আগরতলা-আখাউড়া
সড়কের পুলিশ সদর দপ্তরের সামনে পৌঁছালে ব্যাপক পুলিশি বাধার মুখে পড়ে। এ সময় পুলিশের
সঙ্গে আন্দোলনকারীদের দীর্ঘক্ষণ কথা কাটাকাটি ও ধস্তাধস্তি চলায় এলাকাটিতে তীব্র উত্তেজনা
ছড়িয়ে পড়ে। পরবর্তীতে পুলিশি ঘেরাওয়ের মুখে বিক্ষোভকারীরা সেখানেই অবস্থান নিতে বাধ্য
হন।বিশ্ব হিন্দু পরিষদের নেতারা অভিযোগ করেন, বাংলাদেশে প্রতিনিয়ত
সংখ্যালঘুদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে এবং তাদের হত্যা করা হচ্ছে। সম্প্রতি দীপু
চন্দ্র দাস নামে এক পোশাক শ্রমিককে হত্যার ঘটনাটি নির্যাতনের চরম বহিঃপ্রকাশ বলে তারা
দাবি করেন। তারা আরও অভিযোগ করেন যে, বাংলাদেশে হিন্দুদের ওপর চলমান এই সংঘাতের বিষয়ে
আন্তর্জাতিক বিশ্ব নিরব ভূমিকা পালন করছে।বিক্ষোভকারীরা তাদের বক্তব্য থেকে বাংলাদেশকে উদ্দেশ্য করে কড়া
সতর্কবার্তা প্রদান করেন এবং অবিলম্বে সংখ্যালঘু নির্যাতনের নিরপেক্ষ তদন্ত ও অপরাধীদের
দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শেষ পর্যন্ত শান্ত
হলেও সীমান্ত এলাকায় বাড়তি সতর্কতা জারি করা হয়েছে।
এমএইছ / ধ্রুব্কণ্ঠ
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত