প্রিন্ট এর তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৫
নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সুজন গ্রেপ্তারা
ধ্রুবকন্ঠ ডেক্স ||
কুমিল্লার বুড়িচং উপজেলায় মোকাম ইউনিয়নের নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তি মো. রবিউল হাসান প্রকাশ সুজন (৩৫)। তিনি মোকাম ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি।পুলিশ সূত্র জানায়, আজ বুধবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে বুড়িচং থানা অধীন আবিদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সুজন আবিদপুর গ্রামের বাসিন্দা।অভিযানটি পরিচালনা করেন বুড়িচং থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল হক ও দেবপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মঞ্জু। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।পুলিশ জানায়, সুজনের বিরুদ্ধে আইন-শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। গ্রেপ্তারের পর তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে
এবং পরবর্তী আইনানুগ কার্যক্রম শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।
এমএইছ / ধ্রুব্কণ্ঠ
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত