প্রিন্ট এর তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ ডিসেম্বর ২০২৫
বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুনা
ধ্রুবকন্ঠ ডেক্স ||
গাজীপুরের কালীগঞ্জে ‘মদ্যপ’ বন্ধুর ছুরিকাঘাতে সুমন কস্তা নামে এক ব্যক্তি খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার তুমুলিয়া ইউনিয়নের রাঙ্গামাটি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুমন কস্তা (৪৫) রাঙ্গামাটি এলাকার মৃত সুকণ্ঠ কস্তার ছেলে। তিনি পেশায় বাবুর্চি ছিলেন।একপর্যায়ে
নন্দন ডি কস্তা সুমন কস্তাকে একাধিকবার ছুরিকাঘাত করে হত্যা করে। ঘটনার পর অভিযুক্ত
নন্দন নিহতের লাশ বাড়ির পাশের একটি পুকুরে ফেলে কচুরিপানা দিয়ে ঢেকে রেখে পালিয়ে
যায়। বিকেল আনুমানিক ৩টার দিকে স্থানীয় লোকজন পুকুরে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে
খবর দেন। পুলিশ সন্ধ্যায় ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) মো. জাকির হোসেন বলেন, নিহতের বুকে, গলায় ও মুখে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
অভিযুক্ত নন্দন ডি কস্তার বিরুদ্ধে আগেও ছুরিকাঘাত ও মারধরের অভিযোগ ছিল।
এমএইছ / ধ্রুব্কণ্ঠ
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত