প্রিন্ট এর তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ ডিসেম্বর ২০২৫
খুলনায় এনসিপি নেতা মোতালেব শিকদারকে লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি, অবস্থা আশঙ্কাজনকা
নিজস্ব প্রতিবেদক ||
নিজস্ব প্রতিবেদক, খুলনা | ২২ ডিসেম্বর, ২০২৫খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় প্রধান ও এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে লক্ষ্য করে প্রকাশ্য দিবালোকে গুলি চালিয়েছে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা। আজ সোমবার (২২ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে সবুজবাগ এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, মোতালেব শিকদার সোনাডাঙ্গার সবুজবাগ এলাকায় অবস্থানকালে দুটি মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। গুলিটি তার মাথার পাশ দিয়ে কান বরাবর বিদ্ধ হয়। স্থানীয় জনতা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত পরীক্ষার জন্য তাকে অন্য একটি বেসরকারি হাসপাতালে সরিয়ে নেওয়া হয় এবং বর্তমানে তার সিটি স্ক্যানসহ প্রয়োজনীয় চিকিৎসা চলছে।সোনাডাঙ্গা মডেল থানার পরিদর্শক (তদন্ত) অনিমেষ মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্বৃত্তরা মোতালেব শিকদারের মাথা লক্ষ্য করে গুলি চালিয়েছিল, যা তার কানের পাশে বিদ্ধ হয়েছে। খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হাসপাতালে ফোর্স পাঠানো হয়েছে। তবে হামলার কারণ বা কারা এই ঘটনার সাথে জড়িত, সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।ঘটনা প্রসঙ্গে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. তাজুল ইসলাম জানান, প্রাথমিক ধারণা অনুযায়ী অভ্যন্তরীণ কোন্দল থেকে এই হামলা হয়ে থাকতে পারে। এছাড়া ওই এলাকায় মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের প্রবণতা থাকায় পুলিশ সকল দিক খতিয়ে দেখছে।এদিকে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং মোতালেব শিকদারের শারীরিক অবস্থার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।উল্লেখ্য যে, গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে একইভাবে মাথায় গুলি করা হয়েছিল। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর হাদির মৃত্যুর রেশ কাটতে না কাটতেই খুলনায় প্রায় একই কায়দায় এনসিপি নেতার ওপর এই হামলার ঘটনা ঘটল। এক সপ্তাহের ব্যবধানে রাজনৈতিক ও সাংগঠনিক দুই ব্যক্তির ওপর সদৃশ হামলার ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে। পুলিশ অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।
কপিরাইট © ২০২৬ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত