প্রিন্ট এর তারিখ : ২১ ডিসেম্বর ২০২৫ ||
প্রকাশের তারিখ : ২০ ডিসেম্বর ২০২৫
চট্টগ্রামে তরুণীকে নিজ কক্ষে ঝুলন্ত অবস্থায় উদ্ধারা
ধ্রুবকন্ঠ ডেক্স ||
চট্টগ্রামে আসরাত জাহান (২২) নামে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি রাঙ্গুনিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সৈয়দবাড়ি এলাকার প্রবাসী মো. জাহাঙ্গীরের মেয়ে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে আসরাত জাহানের শয়নকক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখতে পান পরিবারের সদস্যরা। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।পুলিশ জানায়, ঘটনার পরপরই পরিবারের সদস্যরা বিষয়টি গোপন রাখার চেষ্টা করেন এবং আশপাশের লোকজনকে জানান যে আসরাত জাহান পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে মারা গেছেন। তবে লাশ দেখতে না দেওয়ায় স্থানীয়দের সন্দেহ হয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান। রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মো. আরমান হোসেন বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।এমএইছ/ধ্রুবকন্ঠ
কপিরাইট © ২০২৫ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত