প্রিন্ট এর তারিখ : ১৯ ডিসেম্বর ২০২৫ ||
প্রকাশের তারিখ : ১৯ ডিসেম্বর ২০২৫
বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতি: ডা. জাহিদা
ধ্রুবকন্ঠ ডেক্স ||
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে এভারকেয়ার হাসপাতালের সামনে প্রেস ব্রিফিংয়ে ডা. জাহিদ হোসেন এ তথ্য জানান। ডা. জাহিদ জানান, গত কয়েকদিন খালেদা জিয়া যে অবস্থাতে ছিলেন; বর্তমানে সেই অবস্থার উন্নতি হয়েছে। আজকে তাকে একটি প্রসেসের ভেতর দিয়ে যেতে হয়েছে এবং তিনি তা গ্রহণ করতে পেরেছেন। ডা. জাহিদ হোসেন আশা প্রকাশ করেন, এই অবস্থা বজায় থাকলে ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে উঠবেন। বিএনপি চেয়ারপারসনের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। তিনি আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমানসহ পরিবারের সবাই খালেদা জিয়ার চিকিৎসার সার্বক্ষণিক তদারকি করছেন। দলের পক্ষ থেকে তিনি দেশবাসীর কাছে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া কামনা করেন।
এমএইছ/ধ্রুবকন্ঠ
কপিরাইট © ২০২৫ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত