প্রিন্ট এর তারিখ : ১৯ ডিসেম্বর ২০২৫ ||
প্রকাশের তারিখ : ১৭ ডিসেম্বর ২০২৫
মাভাবিপ্রবিতে স্বৈরাচার আওয়ামী লীগের সমর্থকদের বিচারের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ:া
মোঃএরশাদ,, টাংগাইল সংবাদদাতা ||
টাংগাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্বৈরাচার আওয়ামী লীগের সমর্থক শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রলীগের বিচার দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) শাখা ছাত্রদল।আজ ১৭ই ডিসেম্বর ২০২৫,বুধবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ বিক্ষোভে উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ ও সাধারণ সম্পাদক সাজিদ ইসলাম দিপুসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থীরা।বিক্ষোভ চলাকালে হিসাব শাখার পরিচালককে তার অফিস থেকে বের করে দেওয়া হয় বলে জানা গেছে। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা অভিযোগ করেন, স্বৈরাচার আওয়ামী লীগের সমর্থকরা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন অনিয়ম ও নিপীড়নের সঙ্গে জড়িত থাকলেও প্রশাসন তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না।নেতাকর্মীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি দ্রুত বিচারিক পদক্ষেপ না নেয়, তাহলে অন্যান্য অভিযুক্তদেরও একইভাবে অফিস থেকে বের করে দেওয়া হবে।নেতাকর্মীদের দাবি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনই বিভিন্ন ভাবে স্বৈরাচারের দোসদের দিয়ে দায়িত্ব পালন করাচ্ছে। এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মো.আনোয়ারুল আজীম আখন্দ বলেন,সুনির্দিষ্ট অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
কপিরাইট © ২০২৫ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত