প্রিন্ট এর তারিখ : ১৯ ডিসেম্বর ২০২৫ ||
প্রকাশের তারিখ : ১৭ ডিসেম্বর ২০২৫
বিজয় দিবসের আলোচনা সভা বয়কট, হট্টগোল ও বাকবিতণ্ডা নোসক ছাত্রদলেরা
নিজস্ব প্রতিবেদক: ||
শিবির সভাপতির একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে নোয়াখালী সরকারি কলেজ আয়োজিত আলোচনা সভা বয়কট, অনুষ্ঠানস্থলে মব ক্রিয়েট ও হট্টগোল করেছে নোয়াখালী সরকারি কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা৷ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় অধ্যক্ষ আব্দুল জলিল অডিটোরিয়ামে শুরু হয় আলোচনা সভা। প্রফেসর মোঃ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ জাকির হোসেন। অনুষ্ঠানের প্রথম অধিবেশনে কলেজ ছাত্রশিবিরের বিজ্ঞান অনুষদ সভাপতি মোহাম্মদ আরমান দেশাত্মবোধক গান আবৃত্তি করছিলো এসময় নোসক ছাত্রদলের সাধারণ সম্পাদক সাফরাতুল ইসলাম নাবিল মঞ্চে উঠে তার থেকে মাইক কেড়ে নিয়ে ঘোষনা করেন, রাজাকারের সন্তানরা এ আলোচনা সভায় কোন বক্তব্য রাখতে পারবে না। যারা বিজয় দিবসকে অপমান করে ফেসবুকে পোস্ট দেয় বিজয় দিবসের আলোচনা সভায় তাদের সাথে অংশগ্রহণের কোন সুযোগ নাই। পরে কলেজ ছাত্রদলের সভাপতি রাশেদুল ইসলাম সোহাগ সহ নেতাকর্মীরা আলোচনা সভা বয়কট করে অনুষ্ঠানস্থল ত্যাগ করার সময় ছবি ও ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিকদের বাধা প্রদান এবং তাদের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন ছাত্রদলের সহ-সভাপতি আক্তারুজ্জামান বিশাল সহ কয়েকজন। অডিটোরিয়াম থেকে বের হয়ে ছাত্রদলের নেতাকর্মীরা কলেজের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে "রাজাকার আর স্বৈরাচার মিলেমিশে একাকার, জিয়ার সৈনিক এক হও লড়াই করো, স্বাধীনতার শত্রুরা হুঁশিয়ার সাবধান" সহ বিভিন্ন শ্লোগান দিতে থাকেন। জানা যায়, আগেরদিন রাতে নোসক ছাত্রশিবির সভাপতি নাজিম মাহমুদ শুভ তার ব্যক্তিগত ফেসবুক আইডি এক পোস্টে লিখেন, "তারা বলছে রাষ্ট্র দিল্লি পিন্ডি কিংবা লন্ডন থেকে পরিচালিত হবেন না। কিন্তু রাষ্ট্র গত ৫৪ বছর ধরে দিল্লি চালাচ্ছে। আগামীকাল বিজয় দিবস, তথাকথিত দেশপ্রেমিক চোর-বাটপারদের বিজয় দিবস।” মুলত শিবির সভাপতির বিতর্কিত এই ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ছাত্রদলের এমন বিরূপ প্রতিক্রিয়া বলে জানা গেছে। যদিও পরে তিনি আরেকটি পোস্টে ক্ষমা চেয়ে পুর্বের পোস্টের ব্যাখ্যা দিয়েছেন।এবিষয়ে জানতে চাওয়া হলে নোসক ছাত্রদলের সভাপতি রাশেদুল ইসলাম সোহাগ গণমাধ্যমকে বলেন, শিবির সভাপতি শুভ'র গতকালের পোস্ট নিয়ে বিতর্কের শুরু, কলেজ প্রশাসনকে জানালেও প্রতিক্রিয়া দেখিনি। আমি চেয়েছি সকলকে নিউট্রাল রাখতে, যাতে করে ফ্যাসিবাদের দোসররা উভয় দলকে মুখোমুখি দাঁড় করাতে না পারে।
কপিরাইট © ২০২৫ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত