প্রিন্ট এর তারিখ : ১৯ ডিসেম্বর ২০২৫ ||
প্রকাশের তারিখ : ১৭ ডিসেম্বর ২০২৫
হাসনাত আব্দুল্লাহর নির্বাচনি প্রচারণা থেকে দুই ব্যক্তি আটকা
ধ্রুবকন্ঠ ডেক্স ||
কুমিল্লায় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক ( দক্ষিণাঞ্চল )
হাসনাত আব্দুল্লাহর নির্বাচনি প্রচারণা থেকে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করেছে
পুলিশ।এদিকে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেয়া হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে কুমিল্লার দেবীদ্বার উপজেলায় এ ঘটনা ঘটে। জানা
গেছে, বিকেল তিনটার দিকে দেবীদ্বারে নির্বাচনি প্রচারণা শুরু করেন হাসনাত
আব্দুল্লাহ। এ সময় তার সঙ্গে নির্বাচনি প্রচারণায় অংশ নেয়া তিনজনকে সন্দেহ
করে পুলিশ। একপর্যায়ে তাদের মধ্যে দুজনকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়।
সেখানে স্থানীয়দের সহায়তায় পরিচয় নিশ্চিত হয়ে তাদের ছেড়ে দেয়া হয়। এ
ব্যাপারে দেবিদ্বার থানার ওসি সারোয়ার হোসেন জানান, রবিউল ও সজিবকে সন্দেহভাজন
হিসেবে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেয়া হয়েছে।
এমএইছ/ধ্রুবকন্ঠ
কপিরাইট © ২০২৫ ধ্রুবকন্ঠ | Dhruba Kantho । সর্বস্বত্ব সংরক্ষিত